নির্মল কুমার প্রধান এর দু'টি কবিতা
অভিকর্ষজ
মুদ্রাটাকে ওপরে ওঠায় আঙ্গুলের কসরতি
হাউই ওঠে তার দূরন্ত গতি নিয়ে
কিন্তু সবকিছুই স্বভাবজ নীচে নেমে আসে,
আর থুতু ওপরে ছুঁড়লেই তো
আগে কলুষিত হয় নিজের পরিচ্ছন্ন অঙ্গ ----
অতএব অহমিকার পরিণাম ভয়াবহ !
কোন কর্তৃত্বই স্বস্তি দেয় না
গর্ব-অহংকার মনকে উন্নীত করে না
ভুলের আড়াল জীবনকে করে না রঞ্জিত
শুধুমাত্র পিছু হটে যাবার পথ প্রশস্ত হয় ।
স্মরণ রাখা একান্ত কর্তব্য ---
আমরা পৃথিবী নামক একটা গ্রহে বাস করি
যার অভিকর্ষজ বল নিচের দিকে টানে ,
একসময় মান-যশ-প্রতিপত্তিকে
নিম্নমুখী টানে মাটিতে মেশায়,
যত্নে গচ্ছিত সবকিছুকে ধূলিস্যাৎ করে ।
সময়
সমুখের পথ কয় -- ও পিছন পথ ?
ধূলো রূপ ,ফিকে রঙ ওই মনোরথ ।
ক্রমশঃ স্মৃতি হ'য়ে রবে চিরকাল
হ'য়ে মরা ঝরাপাতা ,বয়ে ভাঙা হাল।
পিছনের পথ বলে-- মুখে মৃদু হাসি
শোনো ওই বেজে ওঠে সময়ের বাঁশি।
তুমিও পিছন হবে , হবে জীর্ণ জরা ----
দূরের সমুখ পথ দিলে এসে ধরা ।
নির্মল কুমার প্রধান। পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
01-02-2023
-
-