অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
দু-জনে - দিলীপ মণ্ডল

বেঁধেছি ঘর অজানা - -
সমুদ্রের যে পথিক, 
হৃষ্ট, পুষ্ট,বলিষ্ঠ, তামাটে গড়ন
সূর্যের আলোয় পুড়ে ক্ষার 
সিংহের মত বুক যার –
দু-পেশিতে প্রবল বিক্রম
যেখানে, মিশে যাবে আমার শরীর
নারীত্বের সব চাওয়া পাওয়া ।
দুরন্ত, হিংস্র, ঘুর্ণিঝড়ে...
ভেসে চলেছি, ঘরের চালে বসে..
ফুলে ফেঁপে ওঠা ঢেউয়ে
স্রোতের টানে...
ছোটো, বড়, বৃষ্টির ফোঁটা মাথায়
জলোচ্ছ্বাস, চারিদিকে
ঝাপসা কুয়াশা
অনর্গল বৃষ্টিতে ভেসে গেছে ঘরবাড়ী সব
ভেসে যাচ্ছে মানুষজন, পশুপাখি, 
মৃত কিংবা জীবন্ত।
কে কোথায় ঝড়ে উড়ে গেছে ...
কে কোথায় তলিয়ে গেছে।
জড়িয়ে ধরে, ওর বুকে মাথা রেখে
ভেসে চলেছি বাঁচার আশায় 
আর কতক্ষণ চালাতে পারব এ লড়াই জানিনা
দ্বিধা, দন্ধে, ক্ষতবিক্ষত মন..
মনে ভয় তীব্র সংশয়
বৃষ্টিতে ভিজে সারা দিন 
ঠান্ডার কাঁপুনি
আর কতক্ষন পারবে দিতে তার
শরীরের উত্তাপ ..
স্বপ্ন ছিল সূর্য গড়ে দেবে আমাদের নতুন অতিথি
স্বপ্নজয়ী দিগগজ ..
আর বাঁচব কিনা জানিনা
দেখতে পাব কিনা নতুন ভোরের আলো
তবুও বিজয়ী হতে চাই
এই মৃত্যুর আকাল ধংস হতে
দু-জনে
আকাশের মত সর্বব্যাপী
ইচ্ছাশক্তি নিয়ে।

- দিলীপ মণ্ডল