অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
কবিতার বুকে শূন্যতা - মোঃ আইনাল হক

বিতার বুক চিরলে আর
নৈসর্গিক প্রেম নেই, 
সুনির্মল প্রকৃতি নেই,
বিশুদ্ধ বাতাস নেই, 
নিঃস্বার্থ ভালোবাসা নেই, 
মমতা নেই, সহানুভূতি নেই!
শুধুই পুড়ে যাওয়া মাংসের বিশ্রী গন্ধ
আর অসহ্য যন্ত্রণার অবিরত ছটফটানি। 

এখন কবিতার সমস্ত শরীর জুড়ে
নিঃশব্দে বাড়তে থাকা দীর্ঘশ্বাসের বসবাস;
অবিশ্বাসের মুখোমুখি অস্থিতিশীল সময়, 
অমাবস্যার ঘোর অন্ধকারে ঢাকা মননেন আলো।
কবিতার গা বেয়ে 
ফোটায় ফোটায় চুইয়ে পড়া আবেগ এখন মূল্যহীন; কনফিডেন্স, 
সেক্রিফাইস,
সেলফ ভ্যালু,
সেলফ রেসপেক্ট, 
ওনারশিপগুলোর লাইন
দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মিউজিয়ামের রাস্তায়। 
কবিতার সমুদ্রে অবগাহন করে 
পরিতৃপ্ত হয় না কবিতা পিপাসুদের তৃষ্ণার্ত মন,
অতৃপ্তির অদৃশ্য চাদরে ঢাকা পাঠকের প্রাণ।

মোঃ আইনাল হক 
রাজশাহী, বাংলাদেশ