প্রতিক্ষায় বসে থাকা - দেওয়ান সেলিম চৌধুরী
তোমার সৃষ্ট জগতখানি, কেন জানি বৈষম্যে ভরা,
কোথাও সৌভাগ্যের বৃষ্টি, কোথাও খরা।
সৌভাগ্য দিয়েছ কাউকে পর্বত প্রমাণ,
দিয়েছ সবকিছু অবারিত, দিয়েছ সম্মান।
আবার কাউকে করিছ ভৃত্য, অভাব নিত্য
সীমাহীন শীতেও যাদের বস্ত্র নাহি গায়
অর্থহীন জীবন কাটিয়ে দেয়া এই জনপদে নগ্ন দু’টি পায়
সন্তান দিয়েছ অনেক, তোমার রহমত বেশুমার
কেউবা করিছে উপোষ, কেউবা অর্ধাহার।
ধনীদের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকে কত পরিবার।
মৃত্যুমুখে শিশুকোলে ভিখারিনীর উদ্বিগ্ন মন,
দ্বারে দ্বারে করিছে, অহেতুক অশ্রু বিসর্জন
জানেনা কার পায়ে, সন্তানেরে করিবে সমর্পন।
নিজের বুকে ঢলে পরা সন্তানের লাশ, জানেনা কারণ।
শুধু জানে সন্তানের মৃত্যুতে কাঁদা ও নাকি তোমার বারণ।
তীক্ষ্ণ খেয়াল তোমার গরীবের পর, হে ঈশ্বর
তাইতো ভালোবেসে দিয়েছ তাকে, কত সুন্দর বর।
গরীবেরে দেখালে তুমি সীমাহীন সম্মান
প্রকাশিলে শাস্ত্র মাঝে তোমার ফরমান
ধনীদেরও হাজার বছর আগে, গরীবের প্রাণ,
দল বেধে করিবে দখল, বেহেস্তের বাগান।
জীবন যাদের কাছে শুধুমাত্র বঞ্চনার ইতিহাস
জীবনের সৌভাগ্যে যারা হারিয়েছে পূর্ণ বিশ্বাস
তোমার আশার বাণী দেবে কি আনি, আলোর আভাষ
তবুও প্রতিক্ষায় বসে থাকে, কখন পড়িবে তার শেষ নিঃশ্বাস।
দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা
-
ছড়া ও কবিতা
-
05-02-2023
-
-