আমার বসন্ত কই? - মুতাকাব্বির মাসুদ
তোমার ভালোবাসার দিনে
আমার ভালোবাসা কই?
তোমার বাসন্তী আঁচলে
রবি'র কৃষ্ণচূড়া দোলে
আমার ক্ষরিত হৃদয়ে
এক চামুচ মেরুন মাংস
ঝরা হলুদ পাতার মতো
কেঁপে কেঁপে ওঠে- মুচড়ে ওঠে
ফাগুন শিশিরের ধর্ষিত শরীরে
তোমার খোঁপায় যে ফুল জেনে নাও-
আমার বুকের জমিন থেকে
দাদনে গড়া ঋণের কফিন থেকে
বাদাম্যা ভ্রমরের কালো নেশাসক্ত
আলিঙনে লণ্ডভণ্ড বৈভব হারা
বিবস্ত্র পাপড়ির নিস্পন্দ শরীর;
একটুকরো গোস্তো যেনো...
তুমি তার গন্ধ খুঁজো সুবিমল চপল ঠোঁটে
বিলোল হাসির বিলয় কন্দরে রোদপোড়া বসন্ত দিনে
তোমার ভালোবাসা মধ্য দুপুরে অনায়াস সাবলীল
রকমারি মার্বেলের মতো সোনালি গর্তে গড়িয়ে পড়ে
হলুদ - পাণ্ডুর কুষ্ঠ সন্ধ্যায় কিংবা সাঁওতালি গোধূলির
রুপোলি ধূলির আড়ালে হারিয়ে যাওয়া
ঘর ফেরা একটি চড়ুইর তুলোর মতো
আঁধারিয়া বুক আর মোমের মতো শরীরের রেলিং
ভেঙে কী সন্তর্পণে রোগাক্রান্ত এক
ঝরা বকুলের ডাঁটা হাতে
কোন এক কপট সুশীল যুবকের রোমশ হাত ধরে
হারিয়ে যাচ্ছো বেলাশেষে গোলাবি বৃত্তের
আগুন বসন্ত শরীরে
তোমার ঘামে ভালোবাসার দুর্গন্ধের সুগন্ধ জমে
কী দারুণ কপোল তোমার!
নাকের নিচে গোল গোল কালো আবেগের কালো তিল
তোমার বসন্তদিনের চটুল প্রেমের মহড়া
বিহরা প্রেমের বিরহ প্রলয়
আমার চোখের কালো কালো ঝালরে
দোলে থাকে ঝুলে থাকে তোমার মৃণ্ময়ী ছায়া
তোমার বসন্তদিনে আমার বসন্ত কই ?
মুতাকাব্বির মাসুদ
১৪-০২-২০২৩
শ্রীমঙ্গল, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
15-02-2023
-
-