অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
ওরা বলেছিল - সুলতানা শিরীন সাজি

রা বলেছিল বাংলা হবে মায়ের ভাষা!
ওরা বলেছিল, আমার সোনার বাংলায় বাংলাদেশ হবে।
রফিক,
জব্বার,
সালাম,
বরকত
আরো কত নাম না জানা শহীদের বুকের লাল রক্ত ঝরেছিল।
সেই লাল সবুজ পতাকায় সঁপে 
ওরা সবুজের বুকে লাল সূর্য স্বপ্ন হয়েছিল।
সেই স্বপ্নদের ছুঁতে 
৭১ এর মুক্তিযুদ্ধ!
লক্ষ লক্ষ শহীদের জীবন দান,
কত লক্ষ মা বোনের সমভ্রমহানি!

অবশেষে বিজয়!
সেই সবুজের বুকে লাল পতাকার স্বপ্ন সফল হয়েছিল।

বাংলাদেশ!
সেই বাংলাদেশ এখন ৫২ বছর বয়সী মা এক!

আছে দুঃখ
আছে কষ্ট 
আছে হানাহানি
অরাজকতা!

তবু বাংলাদেশ স্বপ্ন দেখে,
স্বপ্ন দেখে,বাংলাদেশ একদিন হবে মুক্ত চেতনার নাম!
শুদ্ধতার নাম!
বাংলাকে ভালোবেসে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষ গাইবে,
“এক নদী রক্ত পেরিয়ে , বাংলার স্বাধীনতা আনলে যারা,
আমরা তোমাদের ভুলবো না!”

ইতিহাস সব মনে রাখে । সব!

সুলতানা শিরীন সাজি
অটোয়া, কানাডা