ধ্বংস হোক অনৈতিক যুদ্ধ - এম এ ওয়াজেদ
ধ্বংস হোক অনৈতিক যুদ্ধ
উন্নাসিকের রক্ত উল্লাসে
গতিহারা সভ্যতার গন্তব্যস্থল মৃত্যুপুরীর শশ্মানঘাট ৷
বাকপ্রতিবন্ধী জাতিসংঘ বিবৃতিবাজের দখলে
মিথ্যা অভিভাষণের কথিত মানবতাবাদ
তমসার ঘোর অন্ধকারে সেই কবে বসতি গড়েছে
ঝরে পড়ে প্রেম কাননের মুকুরিত পুষ্প
যন্ত্রণার দগদগে ক্ষত
অসুরের বিষাক্ত ক্লোরোফর্মে অচেতনের আত্ননাশী কারাগার ৷
পৃথিবীর মানচিত্র পালটে যায় হায়েনার রক্তাক্ত থাবায়
হিংসার প্রজ্জ্বলিত অগ্নির দহনের তাপে
কী সিরিয়া ফিলিস্তিন কাশ্মীর হালের ইউক্রেন
অশ্রুহীন কান্নার আওয়াজ শুনি
ক্ষুধার গগনবিদারী চিৎকার
নিষ্পাপ শিশু জায়া জননীর অন্তর্ভেদী আর্তনাদ
দয়ামায়াহীন যুদ্ধবাজ অসুরের বুটের আঘাতে ছিন্ন ভিন্ন ৷
ধ্বংস হোক অশুভ প্রেতাত্নার যুদ্ধসাজ
ধ্বংস হোক লোভার্ত শৃগালের অমার্জিত কোয়ালিশন
ধ্বংস হোক ঘৃণিত শকুনের অবৈধ দুরভিপ্রায়
ধ্বংস হোক অশুভ প্রতারণার রোপিত আফিম
ধ্বংস হোক মনুষ্যত্ববর্জিত টহলদার ভাইরাস
ধ্বংস হোক কর্দমময় ধ্বংস স্মারকের উপশিরা
ধ্বংস হোক ধ্বংসাত্নক মারণাস্ত্রের অশুভ প্রতিযোগিতা
ঐন্দ্রজালিক নাট্যকারের ঘৃণার্হ নগরদ্বার ধ্বংস হোক
ধ্বংস হোক অবৈধ অস্ত্রশালার বিষমাখা কিরিচ
অরণ্যানির গোলাপজলে সিক্ত হোক
চিত্তবিকারের আসুরিক আলজিহ্বা ৷৷
এম এ ওয়াজেদ
আমানা গ্রীন সিটি , নওগাঁ সদর , নওগাঁ
বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
20-02-2023
-
-