অন্য বসন্ত -শাশ্বত বোস
ফাগুণ মানে এক ফালি রোদ, শীতলতার শেষে
ফাগুণ নাকি আবেগী প্রেম, রূপকথারই দেশে!
ফাগুণ আনে উষ্ণ বায়ু, সজীবতার মানে,
ফাগুণ আসে রক্ত পলাশ, বন পারুলের টানে।
ফাগুণ জানে নবীন কাঁচা, সজলতার পাঠ
ফাগুণ মানে শূণ্য দুপুর,ধূ ধূ করা মাঠ।
এই ফাগুণে দেখেছি তার মন কেমনের রূপ,
খোলা পিঠে এলো চুলে সব কথারা চুপ।
এই ফাগুণেই গণিকারা, আবির খেলে ঘরের কোণে।
সুরের বাহার, কালোয়াতি, শব্দ আঁকে অবুঝ মনে।
শুনছি নাকি ফাগুণ এখন বদলে গেছে নিজের মতো
মেঘ চাতকের মাতাল সুরে, ভাবনা জোগায় শত শত।
ফাগুণ নাকি “মরা ফাগুণ”, সর্বনাশের চিতা জ্বলে
আগুন রঙা কৃষ্ণচূড়া, রাইকিশোরীর চরণতলে।
স্রোত বিমুখ বিপ্লব আর রূপান্তরের স্বপ্ন নিয়ে,
“ফাগুণ” জ্বালায় নচিকেতা প্রেম যমুনায় উজান বেঁয়ে।।
শাশ্বত বোস
শ্রীরামপুর,হুগলী
-
ছড়া ও কবিতা
-
24-02-2023
-
-