আয়না - উজ্জ্বল সামন্ত
রোজ আয়নার সামনে দাঁড়াও! দাঁড়াও তো?
আয়নায় নিজের প্রতিবিম্ব দেখো?
অন্তর আত্মা, তাকে কি দেখা যায় !
কখনো আমার আমি কে খুঁজে পাও অবয়বে !
সেই আয়না যদি সমাজের দর্পণ হয়!
দেখা শোনা বা বোঝা যায় প্রকৃত মানুষ কে!
জনসমুদ্রে শুধুই মানুষ দেখা, মান হুঁশ কই?
বিবেক মনুষ্যত্বের আয়নায় কি জমছে জমাট ধূলো?
মুখ আর মুখোশের আড়ালে প্রকৃত মানুষ খুঁজি ,
শিরদাঁড়া সোজা কিন্তু বেঁকে যায় কখনো কি?
লোভ কামনা বাসনা চরিতার্থ ,বিবেক বিসর্জনে,
মনুষ্যতে প্রশ্ন চিহ্ন রেখে যায় সমাজে দর্পনে !
আয়না শুধুই দেখায়, ভাগ্যিস দেখে না কিছু,
যদি জীবন থাকতো, লজ্জায় অস্পষ্ট কায়া হয়ে।
হয়তো নির্ভীক ভাবে অকপটে বলতো সত্যিটা,
বা দেখিয়ে দিত নিজের বুক চিরে, প্রতিবিম্বের খোলসনামা ...
উজ্জ্বল সামন্ত
পূর্ব বর্ধমান
পশ্চিমবঙ্গ, ভারত
-
ছড়া ও কবিতা
-
25-02-2023
-
-