সত্য প্রেম - জয়দেব বেরা (রামধনু)
তুমি যদি মৃত্যুর প্রেমে পড়ো,
দেখবে সেই প্রেম তোমায় ছাড়বে না।
মৃত্যু কে যদি তুমি এক বুক ভালোবাসো,
মৃত্যুও তোমায় এক সাগর ভালোবাসবে।
মৃত্যুর মতো এত সুন্দর, এত স্নিগ্ধ, এত সত্য-
এই মায়ার সংসারে আর কিছুই নেই।
মৃত্যু হল সেই - যে প্রেমিকও নয়,প্রেমিকাও নয়
মৃত্যু হল এক, চরম সত্য ও বাস্তব অনুভূতি!
এই প্রেমের যে কি আনন্দ, কি নেশা-
যা কেবল নিজের সত্ত্বা-ই জানে।
আমিও মৃত্যুঞ্জয় হয়ে তোমায় ভালোবাসতে চাই
তুমি আমার সেই প্রেম,যে আমাকে আজও ভালোবাসো।
জয়দেব বেরা (রামধনু)
পূর্ব মেদিনীপুর, ভারত
-
ছড়া ও কবিতা
-
04-03-2023
-
-