অটোয়া, বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪
ঘুমিয়ে আছো জানি - জাহিদ হাসান

ঘুমিয়ে আছো জানি….
ইচ্ছের  কোলাহলে সৃষ্ট শহরে সূর্যটা চলে গেছে অস্ত,
চোখের পাপড়ি তাই ঠোঁটের সাথে নীরব আলিঙ্গনে ব্যস্ত।

আমি স্পষ্টই দেখছি..
হঠাৎ স্নিগ্ধতায় বেঁকে যাওয়া পুষ্প পাপড়িসম চঞ্চল ঠোঁটের বিন্যাস,
দেখছি…গালে জড়িয়ে থাকা এলোমেলো অবাধ্য চুলের মৃদু কম্পন, ঘুমের ঘোরে যখনি ফেলছো শ্বাস।

কবিতা...তোমার সিক্তস্বর ঘুমঘোরেই ছুঁইছে আমায় হয়তো জানোনা তুমি,
তোমার অজান্তেই মৌনতায় মিলিত ঠোঁটের হঠাৎ কম্পনে শুনছি আমি।

দেখছি শয্যায় পৃষ্ঠ বদলে সৃষ্ট হৃদয়স্পর্শী স্নিগ্ধতা,
আঁধার শহরে তুমিময় উল্লাসে ব্যস্ত হৃদয়ের সজীবতা
কবিতা....জানি ঘুমিয়ে আছো তুমি অবসানে ক্লান্তঘন ব্যস্ততা।

জাহিদ হাসান 
রংপুর, বাংলাদেশ