অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
একটি বিশুদ্ধ শ্লোগান - এম এ ওয়াজেদ

ব্যথিত বাতায়নের পর্দা সরিয়ে 
নির্মল বাতাসের প্রতিক্ষা করি 
দিন যায় মাস যায় বছরও যায় 
অপেক্ষার বিরহিণী সময় 
কর্ণকুহরে কী যেন ফিসফিসিয়ে বলতে থাকে ৷

অবচেতন দৃষ্টিহীনতার প্রগাঢ় অন্ধকারে 
অন্তর্দৃষ্টির ঝাপসা আলোয় 
সেই কবে ভুলে গেছি চেরীফুলের সুগন্ধবিলাস
অবৈধ রক্তের উল্লাসে আজো চেঙ্গিস খানের উত্তরসুরী
পৃথিবীর সবুজ জমিনে ধ্বংসের কোরাসে আত্নমগ্ন ৷

মূর্খতার কাছে হার মানে প্রেমের পাঠশালা
গোলাপের বিধবা বসনে আজো ধর্ষণের আলামত
সভ্যতার  অন্তর্দেশের প্রচ্ছদে বেদনার আহাজারি
মননের ক্রীতদাস সেজে 
অহর্নিশ রঙ পাল্টায় ক্ষমতার উচ্ছিষ্টভোগী ৷

বুর্জোয়া পাতিবুর্জোয়ার অযাচিত টহলদারিতে 
টেলিস্কোপের ভুলপাঠে
নক্ষত্রকে মনে হয় গ্রহ 
অবিশ্বাসের পরগাছা ছড়িয়ে পড়ে সভ্যতার গতরে
আত্নপ্রকাশিত অব্যবস্থাপনার অমীমাংশিত জঞ্জালে 
মানুষের বসতভূমি অধিকারহীনতার কর্পোরেশন ৷ 

অল্পদর্শিতার কুষ্মাণ্ড দয়িতার কোমল শরীরে
বেশ্যাবৃত্তির তকমা লাগায়
মনোমোহিনীর সম্মোহনী ছন্দমাধুরী
ভণ্ড দরবেশের ফুস মন্তরে গর্ভবতী হয় ৷

পৃথিবীর পাঠশালায় ধ্বনিত হোক
একটি বিশুদ্ধ শ্লোগান -
মানুষের অধিকার হরণের বিরুদ্ধে
অজ্ঞানতার বিরুদ্ধে 
মূর্খতার বিরুদ্ধে 
অশিক্ষা কুশিক্ষার বিরুদ্ধে 
জাতিবিদ্বেষের বিরুদ্ধে 
কামার্ত শোষকের বিরুদ্ধে 
ধর্মান্ধতার বিরুদ্ধে 
একটি বিশুদ্ধ পৃথিবীর অঙ্গীকার হোক আমাদের সবার ৷

এম এ ওয়াজেদ   
নওগাঁ সদর, নওগাঁ
বাংলাদেশ