কবিতা -নির্মল কুমার প্রধান
// বেড়াজাল //
সময় যখন জাল বুনে
মাকড়সা জালের মত দুর্ভেদ্য বিস্তারে
বন্দী তখন তুমি-আমি -সে,
মুক্তিহীন বিষন্নতা গ্রাস করে
দুর্বোধ্য ভাবনা পেতে দেয় কাঁটা-শয্যা,
নিরূপায় হ'য়ে ক্লান্তি- সিক্ত শয়নে থাকি
--- তবুও খুঁজি চক্রব্যূহ থেকে বেরোনোর পথ।
বাসনা ক্রমান্বয়ে সাপ-সিঁড়ি হ'লে
ওঠা-নামার নিরন্তর খেলা
শরীক হ'তে ইশারা করে জীবনকে ,
রূঢ় বাস্তবতার ফাঁস ওলা জাল
ধরে রাখে অন্ধ কূপের বিষাক্ত পরিবেশকে
ক্লান্ত-শ্রান্ত-তৃষ্ণার্ত হ'য়ে পড়ি ----
গৃধিনী বেষ্টিত অসহায় শকুন্তলার মত ।
// ঠোঁট পাখি //
ও পাখিটা , ঠক ঠক ঠক ---
ঠিক যেন কোন কাঠুরে
তোর শব্দে ভয় পেলো যে
ঘর ফেরা ওই হাটুরে।
ছাতিম তলে দাঁড়িয়ে দ্যাখে
রঙিন সে এক ঠোঁট পাখি
একটু ঠোকর , একটু বিরাম
কাজের কোন নাই ফাঁকি।
আহা-হা- রে পড়লো মনে
গাছের পোকা খায় ওরা
অসুখ-জীর্ণ গাছগুলিকে
ক'রে তোলে আনকোরা।
গাছরা নীরোগ, বনটা সবুজ
ক্ষত সারাই ওদের কাজ
সমাজটাতে ঘূণ যে ধরা ---
হেঁট মাথা হয় পেয়ে লাজ।
নির্মল কুমার প্রধান
দক্ষিণ ২৪ পরগণা, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
08-03-2023
-
-