অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
প্রতিচ্ছবি - মোঃ আইনাল হক

বিন্যস্ত উপাত্তে সজ্জিত আমার ভবিষ্যৎ প্রজন্ম;
পরিসংখ্যানের ফলাফলে করুণ গনসংখ্যা সারণি!
রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস, 
নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি, 
স্বতন্ত্র জাতিসত্ত্বার মৌলিক তাৎপর্য,
এবং সর্বোপরি স্বপ্নের সোনার বাংলা;
এতদ গুরুত্বপূর্ণ ইস্যুতে মনোনিবেশ কিংবা 
উপলব্ধির মানসিক অবস্থান থেকে মহাসমুদ্র ফারাক

আকাশ সংস্কৃতির অনুধাবনহীন অন্ধ অনুকরণ,
উদ্ভট উশৃংখলতার লাগামহীন বিলাস যাপন 
এবং হালের ফ্যাশনের অন্ধকার কুপে আগামীর স্বপ্ন। 
প্রজন্মের এ সীমাহীন উদাসীনতা, 
নৈতিকতার অবক্ষয়, 
মাতৃভূমি ও ভাষার প্রতি দায়িত্বহীন বেওয়ারিশ আচরণ  
আমাকে ব্যথিত করে!
অস্তিত্বহীনতার সংকট আমায় মর্মান্তিক মর্মাহত করে
আমি ঘুমতে পারি না,
আমি আস্থা রাখতে পারি না;
অনিশ্চয়তার সংশয়ে আমার ভেতর-বাহির শঙ্কিত। 
অন্তঃদহনে ভেসে যায় 
হৃদয়ের সবুজ ময়দান, 
আত্মিক সংগ্রামে পরাজিত বিবেক,
এবং সর্বোপরি নতজানু কিংকর্তব্যবিমূঢ় নিরীহ সময়
অদূরে অপেক্ষমাণ নির্মম নিয়তি প্রতিনিয়ত 
আমাকে পীড়িত ও বিষন্ন করে।
স্বদেশের এ মলিন স্থিরচিত্র 
একজন দেশপ্রেমিকের দুরদর্শিতার আয়নায় 
অস্তিত্বহীনতার প্রতিচ্ছবি প্রদর্শন করে অনায়াসে। 

মোঃ আইনাল হক
রাজশাহী, বাংলাদেশ