সমান্তরাল - সুমন্ত দে
এখন আর কবিতা আসেনা,
যা আসে তা শুধু একপ্রস্থ বৃদ্ধির উদ্দীপনা।
জীবনের লড়াইয়ে একা নয় ভগৎ
একমুঠোয় বন্দী করে পুরো জগৎ।।
ঝলসানো আগুনে পুড়ে যায়
গোপনীয় লেনদেন,
জানাকে অজানা করে দিয়ে
আমাদের দৈন্যতা বাড়ায়।।
প্রজাপতি উড়ে বেড়ায়
পরাগ মিলনের অপেক্ষায়।
ঝলমলে ধরণী কলুষিত হয়।
ঝলসানো শরীর যেন প্রতিভা বিকিরণ করে
সাথে ছেড়ে যাওয়া প্রতিবাদ ধ্বনিত হয়।।
কত কথা অবশিষ্ট রয়ে যায়।
ভাটার প্রভাবে দূরে চলে গেছে
কবির ভাষায় অনূদিত হয়েছিল
বেদনার কথাও তুলে ধরেছিল
সমান্তরাল রেখা বরাবর
যা মিলিত হতে পারে না পাঠকের মনে।।
সুমন্ত দে
জলপাইগুড়ি
-
ছড়া ও কবিতা
-
13-03-2023
-
-