অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
শীতল চট্টোপাধ্যায় এর দুইটি কবিতা

যাত্রী
যাত্রীতেই শুরু জীবন যাত্রা ৷
সচল পৃথিবীতে চলমান যাত্রী হয়ে
তারপর - মা, মাটি, সম্পর্ক ,
হৃদয় - মনের জাগরণ চেনা ৷
লাভ করা জীবনের ধুকপুক চালনায়
দেহটাও যাত্রী এক ৷
জীবনের পরতে - পরতে চলমানের দাগ
চলমানেই যায় মুছে ৷
চলমানের হাঁটা, স্থিরতায় ঘুম,
পাখির ডানার অনুভবের ডানা মেলা,
প্রতিদিন আকাশের নীল ছুঁতে
চোখের দৃষ্টিপথকে হাঁটানো
অদৃশ্য যানের যাত্রীতে ৷
মাঝে -মাঝে জীবনকে
জীবন যানে জুড়ে দিয়ে
দূরত্ব বাড়ানোয় চলে যাওয়া,
হিসেবহীন দূরত্বেই একদিন
আর যাত্রী হতে পারেনা জীবন ৷

মুখ
যেদিন মেঘলা করে
মেঘ মুখে মিলে যায় একটা মুখ ৷
আমার উড়ন্ত ঘুড়ির দিকে তাকিয়ে
অজান্তেই আমার ঘুড়িতে
নিজেকে উড়ন্ত করেছিল - যে ৷
ঘুড়িটা গুটিয়ে নিয়ে ফিরে এসেছি,
এখন - না উড়তে পারার বয়সে - সে ৷
মেঘলা হওয়ার দিনে
আর সেই মেঘলা মুখটা দেখা যায়না,
আমাতে বৃষ্টি হওয়া হয়নি যার!

শীতল চট্টোপাধ্যায়
জগদ্দল, পশ্চিমবঙ্গ