সভ্যতার অসভ্যতা - কাজী মাসুদ
বিস্তীর্ণে উলঙ্গ আঁধার
আরব্য রজনীর অসুর প্রেতাত্মাদের-
কামের পেয়ালায় উম্মত্ত চুম্বন;
নির্লজ্জ ঢং এ প্রকম্পিত রাত!
শাশ্বত জীবনের রঙ্গমঞ্চের নৃত্য শেষে-
একরাশ বিমূর্ত স্বপ্ন আকন্ঠ পান করে,
বুদ্ হয়ে ঘুমের মৃত্যুনগরে হারিয়ে যাওয়া।
অসহায় শিয়রে আপ্রত্যুষ জেগে রয়-
কিছু নিঃসঙ্গ দীর্ঘশ্বাস।
কালো প্রহরের নরক পেরিয়ে-
শুচিশুভ্র কুহেলিকায় অবগাহন শেষে,
শিশিরের স্নিগ্ধতা মেখে জাগে সূর্য ;
ভোরের পুণ্যতায় জাগে নবজীবন।
হকারের হাকে ভাঙে নীরবতা;
কাগজের বিদগ্ধ বুক জুড়ে-
খবরের অসহায় নিবেদন।
দ্রোহে বিরহে কাতর শব্দ গুলো-
নির্বাক চেয়ে রয়;
শিশুর স্বর্গীয় সতিত্বে-
ধর্ম অভিনেতার বিষাক্ত ছোবল!
পুর্ণিমার প্রসন্ন প্রভায়-
মেহেদীর আলপিত নকশি আঁচড়-
ধর্ষিত কিশোরীর নিষ্পাপ অশ্রুবানে ধুয়ে যায়!
সদম্ভে কাঁপে পশু-পৌরুষের নারকীয় উল্লাস।
শিক্ষার সুশোভন শ্বেত কফিনে-
নৈতিকতার পঁচনশীল গলিত লাশ!
বেদনার শীতল কর্পুরে-
সতেজের ব্যর্থ প্রয়াস।
স্যুটের টাইয়ে দোলে-
অহং এর পেন্ডুলাম।
বিজ্ঞানের মারনাস্ত্র গিলতে চায়-
কৃষ্ণকায় জীর্ণ ক্ষুধার্ত শিশুরা।
চায়ের উষ্ণ পেয়ালায়-
বিদ্রোহী নৃত্যে মাতে বাষ্প;
ঘৃণার চুমুকে ফিকে হয় স্বপ্ন!
সভ্যতার চকচকে পেয়ালায়
অবশেষে পরে রয়-
বিস্বাদে বিপন্ন ধূসর মানবতা।
কাজী মাসুদ
যশোর,বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
15-03-2023
-
-