অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
গোলাম কবির এর কবিতা

চোখের মায়াবী ফাঁদ
কী ভয়ংকর সুন্দর তোমার চোখ! 
ঐ চোখের মায়াবী ফাঁদে 
যে পড়বে একবার, নিশ্চিত জানি 
সে ধ্বংস হয়ে যাবে! 

ধ্বংস হয়ে যাবো জেনেও 
তবুও ঐ চোখের মায়ার মোহনজালে 
আটকে যেতে ইচ্ছে করে! 

যেমন আষাঢ়ের ভরা পূর্ণিমার রাতে  
চাঁদ ডুবে যায় মেঘের আড়ালে, 
নদীতে ডুবে যায় নৌকা তুফান এলে, 
নদীও ইচ্ছে করে ডুব দ্যায় সাগরে! 
তেমনি আমিও ডুবে যাচ্ছি 
তোমার চোখের অতল সৌন্দয্যের রহস্যময়তায়! 

ডুবে যাচ্ছি জেনে তবুও নির্ভিক 
সমুদ্রযাত্রীর মত ডুবতে ডুবতে 
তলিয়ে যাচ্ছি ভালোবাসার অতলে!

আমাকে বাঁচাও, বাঁচাও চিৎকারে 
করি না পাড়া মাত বরং ডুবে যেতেই 
যেন নেমেছি তোমার চোখের 
উত্তাল সাগরের ঢেউয়ে, কতদূরে 
ভাসিয়ে নেবে আমায় জানি না! 

আবহাওয়াবিদের কঠিন নিষেধ
উপেক্ষা করে তবুও ভেসে যাই 
সেই তোমারই চোখের মায়ায়, 
রঙিন প্রজাপতি হয়ে উড়তে চাই 
ভালোবাসার সুনীল আসমানে!

দুঃখ এবং সুখ
দুঃখেরা চলে গেলে
দুঃখ পাবো ভীষণ!  
সুখ যদি আসে 
ভেবে নেবো 
তা ছিল কোন এক
ভাতঘুমের স্বপ্ন!  
দুঃখকে তাই বলি নি 
কখনো ছেড়ে যেতে! 
সে তো রয়েই যায় 
জীবনের রন্ধ্রে রন্ধ্রে! 
আর সুখ? 
সে তো কবেই 
ছেলেবেলায় দ্যাখা 
একটা রঙিন লাঠি লজেন্সের স্বপ্ন, 
যা পূরণ হতেই 
আবার দেখতে থাকতাম 
একটা সময় খুব! 
কেন মিছেমিছি তবে 
সুখের স্বপ্ন দ্যাখাও?  
তারচেয়ে অধিক ভালো 
যদি দুঃখ দাও!

গোলাম কবির। বাংলাদেশ