অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
সুদীপ্ত বিশ্বাস এর কবিতা

মানুষ খোঁজা
মাঝে মাঝে খুব একা লাগলে
আমি মানুষ খুঁজি।
গাছের মতো প্রিয় মানুষ
অরণ্যের মতো গভীর মানুষ
পাখির মতো প্রাণবন্ত মানুষ
নদীর মতো বহমান  মানুষ
পাহাড়ের মতো উদার মানুষ
আকাশের মতো উন্মুক্ত মানুষ।
প্রকৃত মানুষ খুঁজে পেলে
তাকে নিয়ে যেতে ইচ্ছে করে
আমার হৃদয়ের চোরা কুঠুরিতে।
আমার প্রতিটি আলোকিত কক্ষ,
প্রতিটি সীমাহীন অন্ধকার
তাকে দেখাতে ইচ্ছে করে।
তাকে পেলে খলবল করে
কথা বলতে শুরু করে
আমার গুমরে ওঠা দুঃখগুলো...

বাঁচা
শিশিরের শব্দে ঘুম ভাঙেনি কখনো
পকেটে টাকার টান, জঠরের খিদে
বস্ত্রহীন শীতরাতে ঘুম কেড়ে নেয়।
অভাবই বন্ধু হয়ে আছে চিরকাল
অভাবের আগুনেই ধিকিধিকি বাঁচি।
বাবার শরীর দেখি ঘামে-রক্তে ভেজা
অভাবী মায়ের গায়ে শতছিন্ন শাড়ি
তবুও আদর মাখা স্নেহের পরশ
অভাবের গন্ধ আমি বড় ভালোবাসি
অভাবের আগুনেই সেঁকে নিই রুটি।

সুদীপ্ত বিশ্বাস
নদীয়া, ভারত