বন্ধু কে আপন কে পর সে প্রশ্ন অবান্তর যে আপনার নয় সে-ই তো পর। সময়ের প্রয়োজনে সময়ের আয়োজনেপ্রয়োজনের প্রয়োজনেপরও আপন হয়। হাত বাড়িয়ে শঙ্কা তাড়িয়ে দেয়াল ভাঙিয়ে খোলে দিয়ে মনসে রবে আপন আসে বারবারবন্ধু সে-ই আমার। যার যায়খুশী হলেই কি খুশী না হলেই বা কিকার কি? যার তার কি? পৌষের শীতে বা চৈত্রের তাপে কনকনে ঠাণ্ডা অসহ গরমে তোমার কি দায়? কি যায়?কার দায়?দায় শেষে এখানে ওখানে শীতে তাপেখুশীতে হাসিতে যেখানে যার। গরম লেপেরোদের উষ্ণতা মেলে কি? হারানো মন কি যেন হারিয়ে ফেলেছি কি যেন নাই কি যে খুঁজে ফিরিখুঁজে না পাই। সকালে যা ছিল দুপুরে তা নাইকি ভেবে বসে থাকি বৃথা ভাবি তাই। ছিল বুঝি মায়া প্রেম সুদূরের আশা সময়ের সাথে ছিল হৃদ ভালোবাসা। এবার সমুখে তাকাই একবার পিছনে আমাকে ভুলে যাই ভুলে থাকি মনে। সব-ই আছে সব-ই পাই কেবল হৃদয়-ই নাই হারানো সে মন কোথা খুঁজে পাই। পার্থ সারথী চৌধুরীসিলেট।
Ashram Bengali Magazine, Ottawa