অটোয়া, বৃহস্পতিবার ২ মে, ২০২৪
পার্থ সারথী চৌধুরীর কবিতা

বন্ধু 
কে আপন কে পর 
সে প্রশ্ন অবান্তর 
যে আপনার নয় 
সে-ই তো পর। 
সময়ের প্রয়োজনে 
সময়ের আয়োজনে
প্রয়োজনের প্রয়োজনে
পরও আপন হয়। 
হাত বাড়িয়ে 
শঙ্কা তাড়িয়ে 
দেয়াল ভাঙিয়ে 
খোলে দিয়ে মন
সে রবে আপন 
আসে বারবার
বন্ধু সে-ই আমার। 

যার যায়
খুশী হলেই কি 
খুশী না হলেই বা কি
কার কি? 
যার তার কি? 

পৌষের শীতে 
বা চৈত্রের তাপে 
কনকনে ঠাণ্ডা 
অসহ গরমে 

তোমার কি দায়? 
কি যায়?
কার দায়?
দায় শেষে 

এখানে ওখানে 
শীতে তাপে
খুশীতে হাসিতে 
যেখানে যার। 

গরম লেপে
রোদের উষ্ণতা মেলে কি?

হারানো মন 
কি যেন হারিয়ে ফেলেছি 
কি যেন নাই 
কি যে খুঁজে ফিরি
খুঁজে না পাই। 

সকালে যা ছিল 
দুপুরে তা নাই
কি ভেবে বসে থাকি 
বৃথা ভাবি তাই। 

ছিল বুঝি মায়া প্রেম 
সুদূরের আশা 
সময়ের সাথে ছিল 
হৃদ ভালোবাসা। 

এবার সমুখে তাকাই 
একবার পিছনে 
আমাকে ভুলে যাই 
ভুলে থাকি মনে। 

সব-ই আছে সব-ই পাই 
কেবল হৃদয়-ই নাই 
হারানো সে মন 
কোথা খুঁজে পাই। 

পার্থ সারথী চৌধুরী
সিলেট।