অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
নিশিদিবা - মোহাম্মদ ইল্ইয়াছ

স্মৃতি বড়ো জ্বালা দেয়, দেয় বর্ষারাতে যাতনাগুলো 
টুপটাপ শব্দে যাতনার দুয়ার খুলি সাঁতরাই একাকি
আমাদের ছিলো জল থই থই ভরা শ্যাওলার পুকুর 
স্বচ্ছ পানিতে দেখেছি সেই  জলকন্যার রূপালি রূপ।

স্মৃতি বড়ো জ্বালা দেয়, বসন্ত জাগায় বেদনারাশি
দখিনের হাওয়ায় ভাসতে ভাসতে নীল দিগন্তে যাই
নক্ষত্র পরিরা আমার শূণ্য ডালা দেখে কটাক্ষ করে
দিকভোলা রিক্ত আমি প্রকৃতি মুঢ়,পরিহাসে দৃশ্যমান।

স্মৃতি বড়ো জ্বালা দেয়, সারথিরা কে কোথায় জানিনা  
আমার ছিলো উড়াল পাখি, বাগানবাড়ি ও গাছের ছায়া 
বৈশাখের সেই দমকা ঝড়ে সর্বহারা এক পথের পথিক
আমার দুঃখের নিশিদিবা ফুরায়না, ফুরায়না  যন্ত্রণা। 

মোহাম্মদ ইল্ইয়াছ। বাংলাদেশ