কয়েকটি কবিতা - জাকি ফারুকী
অনেক অন্যরকম
ঝরা পাতার পথ ধরে এগিয়ে যায়
ও কে জানিনা, ভীষন রহস্যময়
জগতের বীরভূমে।
এমন নৈঃশব্দ চারদিকে মন হু হু করে
অনেক অন্যরকম বন, তপোবন বলে
ভূল করে, এগিয়ে গিয়ে ওর হাত দুটো ধরে
যদি বলে যাই,
তোমাকে খুবই চাই,
পালকের বিছানায় স্বপ্নময় পৃথিবীর
রহস্যময়তায় - সাথী হবে না !
দিনমান বনের পাতায়
পাখিদের পালক খুঁজে ক্লান্ত হবো,
তুমি আর আমি ।
বনভূমি তুমি সাক্ষী থেকো,
পথের ধুলো থেকে গন্ধ ভাসে
মাটি ঝরাপাতা পোকা বাতাসের শিরশির
সবাই দেখে রেখো কতোকাল কুড়ালাম
পালক- আর স্মৃতি পাখির জীবনের।
সেই পাখিরা আজ কোথায় পলাতকা !
কেউ জানিনা বলে
বিস্মৃতির সীমান্তে ফেলে রাখি
অনেক অন্যরকম আমাকে।
সময় হলোনা, চেনা হলোনা আমাকে,
হৃদয়ের দুর্বার বাসনাকে পাশে ফেলে।
আমাকে খুঁজে পাবে না
একদিন বলতে চাইলেও হয়তো আর
আমাকে খুজে পাবে না।
কোথায় যাবে কতদুরে
তোমাকে খুঁজে ফিরবো, বাগানে
সেখানে নেই।
তবে রেল স্টেশনে-
সেখানে নেই।
তবে তিস্তার বালুচড়ে-
সেখানে নেই।
তবে কোথায়
ওহ্ কোথায় তবে তুমি ।
কাগজ কুড়ানো সব পাগলীদের
চুল দুহাতে সরিয়ে দেখবো
তোমাকে খুঁজে পাই যদি।
অনেক দুর চলে যাবে কোথায় ?
তোমার ডানায় শক্তি নেই
বোধগম্য কোন কারন ছাড়াই
তুমি উড্ডয়ন রহিত কোন
দুর্বল ঈগল ছানা
তবু তুমি যেতে পারো উড়ে
আকাশের প্রান্তরে
হতে পারে, তখন আকাশের তারা
ভুলে যাবে
তোমাকে আমাকে ঘিরে
খুব ভালোবেসেছিলো যারা,
বেঁচে থাকার অনন্ত প্রেমের দিন ঘিরে,
এই শহরে।
কেন যে
কেন যে তুমি শুধু তুমি
সে কথা বনভূমি, মৃত্তিকা,
আকাশ ঝর্না পাখী সবারে জিজ্ঞাসা করলাম
ওরা নিশ্চুপ , বলেনা কথা কোন।
তুমি প্রকৃতির খেয়ালে পথ ভুলে
আমার জীবনে ,
সবুজ পাতারা,কি যে গভীর
এই গ্রীষ্মে তুমি তারচেয়ে আরো অনেক গভীর
দাগ ফেলে জীবনের পথে
এসেছো আমার।
আমার ছায়াকে বিশ্বাস করতে পারিনা
এই চন্দ্রালোকিত রহস্যময় পৃথিবীর জোৎস্নায়,
মনে হয়,
তুমি আমার সাথে হেঁটে বেড়াও বিশ্বময়
হাত ধরে ধরে।
অপলক তোমার চোখদুটোতে তাকিয়ে থাকতে চাই,
দীর্ঘ প্রহরের সীমায়, কথা নেই, ঊষ্ণতা নেই
নিবিড় জলের লিখন যেনো বালুকাবেলায়।
এজীবন চলে গেছে
সে এক বিচিত্র মোহনায়,
তুমি ফুল হও, তুমি পাতা হও, তুমি পথের সীমায়
বিছানো স্বপ্ন এক,ধরা নাহি যায়।
জাকি ফারুকী
নিউজার্সি, আমেরিকা
-
ছড়া ও কবিতা
-
30-03-2023
-
-