জীবন দর্পণ - কাজী মাসুদ
যদি আর নাহি রই
পৃথিবীর পরে,
প্রেমার্তে খুঁজো মোর
বিস্মৃতির তরে।
যমুনার বুকে ভাসে
রিক্ত যে ভেলা,
দিগন্তে ফুঁপে কয়
ভাঙবো এ খেলা।
সিক্ত স্বপন গড়ে
সলিল সমাধি,
কালের স্রোতে বহে
মলিন নিরবধি।
হায়রে জীবন তরী
দুলিছো হেলিতে,
ভাঙা নদীর কূলে
ভিড়িছো লুটিতে।
আশার পাহাড় ভাঙে
নিরাশার গর্জনে,
রামধনু ফিকে হয়
মেঘের তর্জনে।
রোদে-মেঘে কাটে বেলা
নীলিমার নীড়ে,
জনম বরষে শেষে
চোরাবালি তীরে।
সাঁঝের বেদনে সাজে
জোনাকির বাতি,
অবিনাশী প্রেম কয়,
রাঙাবো এ রাতি।
প্রেমের পরশে দমে
কালের নাগিনী,
তৃষিত হৃদয় শেষে
সরসে যামিনী।
কাজী মাসুদ
যশোর, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
30-03-2023
-
-