অটোয়া, রবিবার ১২ জানুয়ারি, ২০২৫
ভুল করেছি - ইমন শেখ

ভুল করেছি,
আমি মস্ত বড় ভুল করেছি। 
রক্ত দিয়ে কেনা মাটি,
সেই মাটিতে -
আগাছারই চাষ করেছি।
ভুল করেছি, 
মস্ত বড় ভুল করেছি। 

বাপ-দাদারই পোঁতা গাছে
পরগাছাকে বাড়তে দিয়ে 
সত্যি আমি ভুল করেছি, 
মস্ত বড় ভুল করেছি। 

বেহুলার ঐ বাসর ঘরে 
ছোট্ট একটা ছিদ্র করে, 
সোনার বাংলার সোনার শরীর
যুগে যুগে-
সাপের বিষে নীল করেছি।
ভুল করেছি, 
মস্ত বড় ভুল করেছি। 

নিয়ম করে নিত্য নতুন 
ভুল করারই পণ করেছি,
ভুলে ভুলে ভুলের ঘড়া
কানায় কানায় পূর্ণ করে-
সত্যি আমি ভুল করেছি,
মস্ত বড় ভুল করেছি। 

তাই সোলাইমানের লাঠির মতো 
উঁই ধরেছে চেতনাতে,
তবু থুবড়ে পড়ার অপেক্ষাতে-
নির্বিকারে বসে আছি। 
ভুল করেছি, 
মস্ত বড় ভুল করেছি।

ইমন শেখ 
কালিয়া, নড়াইল
বাংলাদেশ