মায়াবী চোখ - গোলাম কবির
তোমার চোখ দুটো এতো সুন্দর কেনো?
কে বললো, সুন্দর?
বিজ্ঞজনেরাই তো বলছেন!
এঁদের ভিতরে আছেন একজন কবি,
আছেন রাজনৈতিক নেতা, সমরবিদ
চৌকষ আর্মি অফিসার এবং
একজন জ্যোতিষীকেও দেখলাম
আছেন সেই বিজ্ঞজনের তালিকায়!
তাঁরা কী বললেন?
যিনি কবি - তিনি বললেন যে তোমার
চোখের মায়াজালে পড়ে নাকি ক্ষুধার্ত বাঘও
শিকার করা ভুলে গিয়ে তোমার
চোখের দিকেই তাকিয়ে থাকবে অামৃত্যু!
সত্যিই বলছো তো!
একদমই সত্যি, তিন সত্যি বলছি!
যিনি রাজনৈতিক নেতা - তিনি বলছেন,
"তোমার চোখ থেকে বের হওয়া
একঝলক দৃষ্টি ব্যবহার করে
তিনি নাকি জনগণের সকল ভোট
কিনে নেবেন বলে ভাবছেন খুব! "
যাহ্! এটা কোনোদিন হয় নাকি?
হয়, হয়, সবই হয়!
তোমার চোখের প্রেমে পড়লে
এরকম হতেই পারে নির্ঘাত!
যিনি একজন সমরবিদ চৌকষ
আর্মি অফিসার তিনি বলছেন - আগামী
যুদ্ধে তোমার চোখকেই যুদ্ধাস্ত্র হিসেবে
তুরুপের তাসের মতোই ব্যবহার করবেন,
কেনো না তিনি বিশ্বাস করছেন যে
তোমার চোখ থেকে ছড়ানো
ভালোবাসার আলো জ্বালিয়ে তিনি
বিনা রক্তপাতেই যুদ্ধ জয় করে নেবেন,
প্রতিপক্ষের পদাতিক বাহিনীর সকল
সদস্যরা পুতুলের মতো শুধু
দাঁড়িয়েই থাকবে তোমার
চোখের আলোর ঝলকানিতে
সারেন্ডার করার আগ মূহুর্ত পর্যন্ত !
যাহ্! তুমি এতো বানিয়ে বলতে পারো!
আরে বাবা!
হতেও তো পারে এমন, তাই না?
আর জ্যোতিষী কি বলেছেন শুনবে?
হ্যাঁ শুনবো, বলো!
তিনি বলেছেন, আগামী তিরিশ বছর
কোনো বন্যা হবে না, খরা হবে না,
অনাবাদী থাকবে না আমার বুকের জমিন
যদি তুমি আমার দিকে
মাত্র একটু একনজর তাকাও!
তুমি হো হো করে হেসে উড়িয়ে দিও না কিন্তু!
সত্যিই বলছি তা,
একদমই আমার ভিতরের কথা গুলোই,
যা শুধু তোমাকেই বললাম!
গোলাম কবির
ঢাকা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
31-03-2023
-
-