কে কবি আজ? - এম এ ওয়াজেদ
বুদ্ধিবাদের নষ্টামিতে চারদিকে আজ অশান্তি
আমজনতা খুঁজতে থাকে জীবনসুধা প্রশান্তি ৷
কে কবি আজ দূর করিবে সর্বনাশা আঁধার ?
সাহস দিলে নাশ করিবে পথের কাঁটা বাধার ৷
কে কবি আজ লইবে কাঁধে জাতির গুরুভার ?
আপন তেজে দূর করিবে কৃষ্ণ অন্ধকার ৷
বঙ্গমাতার গর্ভনাড়ি খুবলে খাচ্ছে যারা
মোসাহেবির নষ্টালয়ে বাস করিছে তারা ৷
বঞ্চিতদের রক্তকোষের কাড়ছে যারা সুখ
লজ্জাহীনের হাততালিতে বাড়ছে শুধু দুখ ৷
পুষ্পরসের প্রেমের সুধা করছে যারা হরণ
সুষম চারায় বাড়ছে শুধু আহাজারির ক্ষরণ ৷
কে কবি আজ শোষণ দ্বারে হানবে আঘাত ঘোর ?
অমানিশার উৎপীড়নে আনবে প্রভাত ভোর ৷
কে কবি আজ ভাঙবে তুমি অর্গলিকার দ্বার ?
আনবে তুমি সমাজ দেহে সমান অধিকার ৷
কে কবি আজ গাইবে তুমি ধ্বংস প্রলয় গান ?
পান করিবে ধ্বংস সভার সৃষ্টি নেশার ঘ্রাণ ৷
কে কবি আজ কোরাস সুরে করবে মিছিল ফের ?
ব্যথার বীণায় সুর তুলিবে মিটবে সকল জের ৷
কৃষ্ণতিথির অবসানে দূর হবে সব জরা
জাগলে তুমি খোদার কসম হাসবে আবার ধরা ৷৷
এম এ ওয়াজেদ
নওগাঁ সদর , নওগাঁ
বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
01-04-2023
-
-