কবিতা - সিদ্ধেশ্বর হাটুই
নতুন সকাল
আসবে আবার নতুন সকাল
উঠবে রবি হেসে
নব যৌবন দেবে দোলা
আর যাবে না কেউ ভেসে।
হেথায় হোথায় দামামা বাজে
ঐ শোনা যায় যুদ্ধ রাগে
এলোমেলো বইছে বাতাস
ঘুম হোতে যেন কারা জাগে।
আসছে দেখো প্রাণের জোয়ার
উছলে পড়ছে শক্তি
সকল মনেতে জোগাবে সাহস
ভালোবাসা প্রেম ভক্তি।
জীবনের গান
একতারার ঐ তালে
মন গেছে সব ভুলে
পাগল করা ঐ সুরে
মন যে হারায় দূরে
এ যে জীবনের গান
কত বাউলের প্রাণ
সাধের একতারা কে বাজায়
কোন দূরে ঐ নিরালায়
পশিল যেই কানে
মন হারায় দূর পানে
মনে হয় দূরে ভেসে যাই
ঐ পাগলা হাওয়ায়।
একতারার ঐ সুরে
হৃদয়ে আঘাত করে,
যত যন্ত্রণা এ ধরায় এসে
বাউলের গানে যায় যে মিশে।
তাই শুনে বাউলের গান
মন যেন করে আনচান।
সিদ্ধেশ্বর হাটুই
বাঁকুড়া, পশ্চিমবঙ্গ
-
ছড়া ও কবিতা
-
06-04-2023
-
-