অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
কেউ মনে রাখেনা - জাহিদ হাসান

কেউ মনে রাখেনা….
প্রয়োজনে প্রিয়জন অতঃপর অচেনা।
অকারণ অভিমান বেমানান অভিযোগ আর ইচ্ছায় সৃষ্ট অবহেলায় যোগাযোগে মরিচা ধরায়।
মুখোমুখি থেকে ভালোবাসা মেখে,
স্বপ্ন বুনে হাত ধরে একসাথে চলেও ভুলে যায়।

ভুলে যায় একাকিত্ব কাটিয়ে সঙ্গী হয়ে।
শতকোটি বন্ধন ছিন্ন করে নতুন বিশ্বাসে বেঁধে,
পাশে রাখার ভরসা দিয়েও ভুলে যায়।
ভুলে যায় কাঁদো কাঁদো চোখে দেওয়া অজস্র কথা,
একসাথে চলার সঞ্চিত স্মৃতি,সময়ের স্নিগ্ধতা। 
হারানোর ভয়ে কম্পিত স্বরে "ভুলনা আমায়" বলেও ভুলে যায়। ঠিক এভাবেই ভুলে যায়।

কেউ মনে রাখেনা…
নতুনের আগমনে নব সুখের সৃজনে
অবহেলা অভিযোগ বেড়ে গেলে পুরানে,
ভালোবাসা বিশ্বাসে ত্রুটি সন্ধানে 
অবশেষে সব ভাঙে তুলনায়।
হুম এভাবেই….ঠিক এভাবেই ভুলে যায়।

জাহিদ হাসান 
রংপুর,বাংলাদেশ।