অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
জিয়ন কাঠি - তন্ময় পালধী

ভালোবাসলে পাখি হতে হয়
মুক্ত, খোলা আকাশের নীচে
যেথায় আকাশ মেশে ঘাসফড়িং এর সাথে।

নদী সীমাহীন হয়ে
যেথা সোহাগের মালা খুঁজে ফেরে
তার সুরে গ্রন্থিহীন হলে
ভালোবাসা জাগে। 
তাকে মুক্তো করে নিতে হয়

কথার মিড় অলিন্দের
দরজা ছুঁয়ে ছুঁয়ে
আবেশের স্রোতে ডুব দিলে
সামিয়ানা তল শুধু তুমিময়
সে ঘ্রাণের গন্ধে বেঁচে থাকি
বেঁচে থাকে আমার অহং।

সব আছে শুধু
আকাশের রঙ গেছে মুছে
স্রোতও আজ ঘোলা জল ঘেঁটে 
নোনা সমুদ্রের অসীমতা না বোঝা হয়ে
কেবলই মাথা খুঁড়ে মরে।

তন্ময় পালধী
শংকরপুর, হুগলী, পশ্চিমবঙ্গ