গুচ্ছ কবিতা - সারোয়ার আহমেদ উচ্ছ্বাস
(তুমিময় শ্লোক)
তোমাকে নিয়ে লিখবো ভেবে
আমি লাইন হারাই—
নিজেকে হারানোর পর থেকে
অবশিষ্ট তুমিটুকুও হারাতে থাকি!
কোমাতে গেলে নাকি—
মানুষের অনুভূতি লোপ পায়
এরকম অনুভূতি কি তোমারও
হয়েছিলো কাউকে হারিয়ে?
মেঘদলের মত করে ভেসে থাকে
আমার আকাশে তোমার মুখ—
ছোঁব বলে হাতটা বাড়ালেই
নিমিষে উবে যায় তোমার অবয়ব৷
এই সব ভ্রমেই আমার রাত আসে
স্মৃতির ব্যালকনিতে জুড়ে তুমি আসো—
হাতটা ধরতে যাবো ঠিক এই মুহূর্তে
কঠিন বাস্তবতা আমাকে জাগিয়ে দেয়
হাহাকার আসে, শুধু তুমি আসো না!
(যে জীবন তুমিহীন)
জানালা ধরে বসে আছি—
তোমার দূরত্বটুক মাপবো বলে
অথচ শুরুতে বোধের ক্যালকুলেটর
দিয়েও তোমার মন মাপা হয়নি,
হিসেবের ভুলে দু'জন আজ দু'পথে—
মাঝে-মাঝে স্মৃতির আবেগে
গলে পড়া ছাড়া, তোমার জন্য
আমার অবশিষ্ট আর কিছুই নেই,
আমার যাপিত জীবনের ক্যানভাসে—
ইদানিং কত মুখই না যায় আসে
রঙ তুলিতে একটা মুখই বিবর্ণ
যে মুখ ছিলো এ হৃদয়ের অসীমে!
(স্মৃতিমৈথুন)
অসংখ্য পথের ভিঁড় ঠেলে হাঁটছি
সেই শূন্য থেকে আজ অবধি—
ঝড়ের রাতে ভিজতে থাকা কাকের মত
একটা আশ্রয়ের অপেক্ষাতে জীবন৷
পদ্মার উত্তাল স্রোতের মতই তুমি
বরাবর ভাসিয়ে গেলে দ্বিধাহীন—
মাঝরাতের সুখস্বপ্ন যতটা না মধুর
তারচেয়ে বেশি তেতো তোমার অবহেলা৷
তুমি আর তোমাদের ভালোবাসা মাড়িয়ে
বেলাশেষে আবার নিজের কাছেই ফেরা!
সারোয়ার আহমেদ উচ্ছ্বাস
ঢাকা, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
15-04-2023
-
-