অটোয়া, বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪
চামচামি আর চাপাবাজ - খোরশেদ আলম

সা-যাওয়ার পরে যারা
নিত্য করে বাঁধা
মানুষরুপে বানর তারা
পশু কিবা গাঁদা।

কোথাও জ্যাম কোথাও নাই
বুঝি নাকো রীতি
হেঁটে হেঁটেই পথ চলছি
মনে কীযে ভীতি!

নেইতো গাড়ি নেইতো টাকা
সুখে থাকা শেষ
চামচামি আর চাপাবাজে
ভরে গেছে দেশ!

সত্যটাকে করছে আড়াল
মিথ্যে বলে জোরে- 
একটা পাখি মেলছে পাখা
রাঙা কোনো ভোরে।

খোরশেদ আলম
ঢাকা, বাংলাদেশ