অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
আসা যাওয়ার অন্তরালে - দেওয়ান সেলিম চৌধুরী

প্রতি নিঃশ্বাসে ছুটে যাই আমি অজানাপানে
মূহুর্তেই ফিরে আসা আবার, সে কার কল্যাণে?
কে বসে অন্তর মাঝে খেলিছে এ খেলা, 
ধরে রাখা আমার আমিকে বেলা অবেলা।
শয়নে স্বপনে কি জাগরণে, গভীর অচেতনে,
তুমিই রাখিছ খেয়াল, এই শক্তিহীনে আপন মনে।
সত্যকে খুঁজে ফিরি হেথায় হোথায় অন্ধপ্রায় মিথ্যে অজুহাতে,
কখনো বুঝিনি আমার আমিতে তুমিতো রয়েছ সাথে।
কেন তোমাকে খোঁজা বৈচিত্রের মাঝে, সপ্ত আকাশের পর,
প্রাণের মাঝে বাধিয়াছ যেথা তোমার আপন ঘর।
প্রাণের মৃত্যু নেই, আছে শুধু প্রাণ থেকে তব পলায়ন
তাইতো মূহুর্ত মাঝে স্তব্ধ হয়, জীবনের সব আয়োজন।

দেওয়ান সেলিম চৌধুরী
অটোয়া, কানাডা