অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
জন্মদিন - সুলতানা শিরীন সাজি

চ্ছেচাবির ঘোর নেই, তবু কেমন টলেমলো বিহ্বল চিন্তার অকুল পাথারে, হাতছানি সময়! 
বছর ফুরায়………..  
শঙ্খ ঘোষ কবিতা লেখে না কোন কলম!
হাতলওয়ালা চেয়ারে হেলান দিয়ে বসে,
     কেউ বলেনা কবিতা,‘জন্মদিন”

কবিতার উৎসব হয়,খেয়ালে, দেয়ালে!
অজস্র সুবিমল স্বপ্ন জমা থাকে নীল খামের ভিতরে!
শূন্যতা ফুরায় না এই নৈব্যক্তিক প্রহরে!

যতবার ডাকো নদী জল,
কেনো হায় বুকের ভিতর ছলছল ব্যাথা জেগে ওঠে?
তপস্যার বিরহী রাতে কেউ কারো চোখ,কেউ কারো জল!

মেঘের কিনারে বসে পা দোলায় একলা কবি এক!
এক শিশি আলতা জমানো কার পকেটে?

বৃষ্টিগানে আর কথা কবিতায় রাত ফুরায় দূরে
আমাদের দেখা হবে একদিন, সোমেশ্বরী ভোরে!

“যাবার সময় হলে চোখের চাওয়ায় ভিজিয়ে নেবো চোখ
বুকের ওপর ছুঁয়ে যাবো আঙুলের একটি পালক”

জন্মদিন দূরে চলে যায়!
শঙ্খ ঘোষ বুকে বাজে তোমার,আমার!
আয় পদ্ম , আয় যাই,
     ফুল তুলিতে যাই!
(২১ এপ্রিল ছিল কবি শঙ্খ ঘোষের প্রয়াণ দিবস। শ্রদ্ধা জানাই কবি শঙ্খ ঘোষকে।)
সুলতানা শিরীন সাজি
অটোয়া, কানাডা