কে ! - জাকি ফারুকী
কে !
বলেনি কথা কোন।
ফের বলে উঠি- কে তুমি !
নিঃশব্দ প্রান্তর।
ভেসে ওঠে সবুজ ঘাসের পাতা
বেদনার নীলে।
কে-কে-কে পুনর্বার
খেয়ালে বলে
নিজ মনে হাসি।
নিরন্তর উপহাস করে ওঠে
বাতাসের বাঁশী।
কেউ নেই।
কোথাও কেউ নেই।
জীবন উন্মত্ত সমুদ্রের মতো
দুলে ওঠে,
কোকিল কোকিলে ডাকে
কুউউ্- কুউ উ- কু।
জাকি ফারুকী
২২, এপ্রিল শনিবার
ফ্রিসকো, ডালাস, টেক্সাস
-
ছড়া ও কবিতা
-
26-04-2023
-
-