অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
আর্তনাদ - শ্রী রাজীব দত্ত

হৃদয়ের ছাই চাপা আগুন
দীপ্ত বহ্নিশিখার মত জ্বলছে,
মনের ভেতরে কোন এক অজানা উদ্দেশ্য
বারবার উকি দিয়ে যাচ্ছে।
তবে কি আবারো নতুন কোন সংশয়
নাকি আবারও কোন বিপর্যয়
আমি চুপচাপ হৃদয়ের অনুভূতি
অনুধাবন করতে চাইছি,
নিজেকে বড় অসহায় লাগে
যখন মনের ভেতর প্রশ্নেরা দানা বাঁধে।
ভয়টা যেন আরো জাগ্রত হয়,
তখনই, মনের ভেতর নতুন প্রশ্নের উদয়।
তবে কি?
পুরনো কোন পাপের ফল
আমাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে চাইছে।
নাকি নামটাও একদিন মুছে যাবে
আমি কোথাও হারিয়ে যাব
দূর দেশে অন্ধকার প্রান্তরে।
সবকিছু যেন এলোমেলো
সব ঝলমলে রঙগুলো লাগছে কেবলই কালো।
চারিদিকটা যেন অন্ধকার
শুধু বোবা অশরীরী হাহাকার।

শ্রী রাজীব দত্ত,
কলকাতা, পশ্চিমবঙ্গ