অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
দীর্ঘ জীবনের গল্প - মোঃ আইনাল হক

তাব্দী যাবৎ জীবন সংগ্রামে 
ক্লান্ত, শ্রান্ত, অবহেলিত এক বিদগ্ধ জনপদের বাস 
সমতল ভূমির বুকে রানী নদীর তীরবর্তী এলাকায়।
বন্যা, খরা, মহামারীর প্রকোপে 
ভীষণ দারিদ্র্যতার স্থির চিত্র মানুষের অভাবী শরীর। 
এখানে ধর্মীয় সংস্কৃতির অন্ধ চাষ হয়,
বন্টন হয় দারিদ্র্যতার কুট কৌশল, 
অভাবের দরুন লোভ ও হিংসার চিরস্থায়ী আবাস,
স্বপ্নহীন লাল চোখে ভয়াবহ বিবর্ণতা। 
গ্রীষ্মের তাপদাহে বিলীন সবুজের বিস্তৃর্ণ ময়দান
বাৎসরিক বানভাসির সাথে ভেসে যায় সস্তা স্বপন।

শুধু মাত্র বেঁচে থাকার জন্য 
আজন্মের অমানবিক সংগ্রাম আবালবৃদ্ধবনিতার;
এখানে উন্নত জীবনের দীক্ষা ও  উৎসব নিষিদ্ধ  
এমনকি অধিকার নেই এক চিলতে স্বপ্ন দেখার।
দারিদ্র্যতার চিরাচরিত ছকে যোগ-বিয়োগ, গুণ-ভাগ
সদা ভূ-লুন্ঠিত একরত্তি নাগরিক অধিকার,
হেথা নিষ্ফলা জমিনে কৃষকের ঘাম মূল্যহীন,
পোষা প্রাণীর মর্যাদায় আশরাফুল মাখলুকাত;
করুণ লিখনীতে মানবিক সহায়তার অব্যক্ত আহবান। 

মোঃ আইনাল হক
রাজশাহী নওগাঁ