দুইটি কবিতা - মুতাকাব্বির মাসুদ
১) তোকে ছাড়া
চুমকি!
আমি আজো কোনোকিছু ভাবতে পারি না
তোকে ছাড়া
আমি কোনো স্বপ্ন দেখিনা
তোকে ছাড়া
আমি আর কারো স্পর্শ চাই না
তোকে ছাড়া
ধূসর রাতের নিবিড় আলিঙ্গনে আমার ঘুম আসেনা
তোকে ছাড়া
আমার আর কোনো আকাশ নেই
তোকে ছাড়া
আমার আকাশে কোনো নক্ষত্র নেই
তোকে ছাড়া
আমার কল্পনায় কোনো পাখি ওড়েনা
তোকে ছাড়া
আমার স্বপ্নে আর কারো ছায়া নেই
তোকে ছাড়া
আমার মধ্য বয়সী সেঁওতি বনে জ্যোৎস্না নামে না
তোকে ছাড়া
আমার মধ্য বুকের অতল দরিয়ায় নেই কোনো ঢেউ
তোকে ছাড়া
আমার প্রবীণ ঠোঁটে বিলোল বিশ্বেশ্বর স্পন্দিত হয় না
তোকে ছাড়া
আমার অন্তরে আর কোনো অন্তর নেই
তোকে ছাড়া
আমার বয়সী উদ্যানে আর কোনো ফুল নেই
তোকে ছাড়া
কোনো এক বেলা শেষে দিবসের শেষ সন্ধ্যায়
আমি কি তাহলে
মরেই যাবো তোকে ছাড়া ?!!
২) গেরুয়া রোদ
নীলকন্ঠ পাখির ঠোঁটে- আঁধার কোণে
আলোর আঁধারে আলোর ছায়া
আলোর জঠরে-আলোর শিশির পল্লবে
সোনালি পায়ে তবক চমকে
আলোর নৃত্য নূপুরে নিত্য আসিস তুই
উদাসী চাঁপার বন-বরফ সাদা
গেরুয়া রোদে মনকুমারীর বিবাগী আঁচল
বৈষ্ণবী প্রেমের ঢল
শ্বেত গোলাপের বিধবা কপোলে
চোখ ছলছল কালা কাজলে
যে ডাহুকীর মুখ-সেই মুখটাই তো তুই
দিনশেষে হলুদ আলো চোখের ডেরায়
নোনতা জলে-দহনে জ্বলে-বয়সী চশমার
স্যালুলয়েড গ্রিলের উন্নিদ্র গহনে
ডুবে আর ভাসে-ভাসে আর ডুবে- সেই-ই তো তুই
আমি এখন পাষাণী দিঘির নীল পদ্মজলে
থোকা থোকা মৃত আলো নিয়ে খেলি
সে খেলাতেও তুই
ভেতরে তুই - বাহিরেও তুই
ভেতরে-বাইরে কেবল আলো ছুঁই
বুক জুড়ে তুই- শুধু তুই
হাত বাড়িয়ে ছুঁই না তোরে
মন বাড়িয়ে ছুঁই!
মুতাকাব্বির মাসুদ
শ্রীমঙ্গল, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
30-04-2023
-
-