কবিতার পুনর্জন্ম - মুহম্মদ বজলুশ শহীদ
ইচ্ছে হয় না আর কিছু লিখতে,
অসমাপ্ত পান্ডুলিপি সেই কবে থেকে পড়ে আছে, তবুও ইচ্ছে হয় না -
একটু নেড়ে চেড়ে দেখি।
কাল থেকে আকাশে অনেক মেঘ,
কালিদাসের পূর্ব মেঘ এসে
বারবার বলে গেছে,
এখন অলকাপুরীতে যাবার কাল,
মেঘদূত অপেক্ষায় আছে,
তোমার কবিতা নিয়ে যাবে
যক্ষ প্রিয়ার কাছে।
আমি বলি, কবিতা আজ শৃঙ্খলিত সরীসৃপের মত, ধ্রুপদী শব্দ বিন্যাস সেই কবে নিয়েছে বিদায়,
নিষাদ অন্তর্জালে আটকে আছে
কবিতার পালক,
মানুষ ভুলেছে আজ বিরহ কবিতা,
ভুলেছে প্রজাপতি, গোলাপ বাগান,
বন্দীবৃত্ত ঘরে, আকাশ ছোঁয়না মন,
কেবলই দীর্ঘ শ্বাস, বুকের দহন!
কবিতার শব্দগুলো হিসপিস করে,
মনে হয় ওরা দ্রোহের অপেক্ষায়,
ভয়ংকর কিছু শব্দ মালা বিষ্ফোরিত হয়ে বেরিয়ে আসবে আজ বিসুভিয়াসের মতো, উদগীরণ করবে অগ্নি লাভা কবিতার।
জানিনা, কবে আসবে সেই প্রতীক্ষিত কাল
কবে আবার শুনবো সেই অবিনাশী ডাক,
আবার খুলবো কবিতার খাতা, লিখবো এপিটাফ,
তবেই পনুর্জন্ম হবে আমার কবিতার।
মুহম্মদ বজলুশ শহীদ
৩০ এপ্রিল, ২০২৩
অটোয়া, কানাডা।
-
ছড়া ও কবিতা
-
01-05-2023
-
-