ভোর - তামজীদ আহমেদ্
স্বপ্নাক্রান্ত কোনো ভোরের দিকে যেতে যেতে
দেখতে চেয়েছি- তোমাকে, ভীষণ সুন্দরে
ভোর হতে হতে জেনে গেছি- তুমি নেই
স্বপ্নেই ভেঙ্গেছে সবকিছু
ঘরের খোঁজে পথের শূন্যতা এক হয়ে এলে
ঘর ভেঙ্গে যাওয়ার সুরই বুঝি বাজে
পৌঁছতে পৌঁছতে দেখি তুমি ফেলে গেছ পুরনো অপেক্ষা
তাড়া করে বসন্তহীনতার অনুষঙ্গে
হলুদাভ বিকেল ঝুঁকে পড়ছে অনভ্যাসে
স্বপ্নাক্রান্ত এক ভোরের জন্য
তামজীদ আহমেদ্
ব্রাহ্মণবাড়ীয়া, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
03-05-2023
-
-