আয়না - ডঃ চিরঞ্জীব নাদ
টাকা দিয়ে মাপি আমি
মায়ের বুকের দুধের দাম।
অথবা বাবার অক্লান্ত পরিশ্রমের
ঝড়ে পড়া শরীরের ঘাম।।
ফিতে দিয়ে মাপি আমি
স্বামী- স্ত্রীর পরস্পরের ভালোবাসা।
অন্যায় বায়না পূরণ করে মাপি
সন্তানের প্রতি স্নেহ ও মায়া।।
বন্ধুত্ব মাপি আমি
গুটকা, মদ, ধারের টাকার মোহে।
নিজের দোষ ঢাকী আমি
পরের দোষের তুলনা দিয়ে।।
মানবিকতা মাপি আমি
বিজ্ঞাপনের চোখে।
সৌন্দর্য ও চরিত্র মাপি
ত্বকের রঙ বা টাকার মাপ দেখে।।
ভদ্র লোককে দুর্বল ভাবি
চোরকে করি অনুসরণ।
গুনীকে ভাবি বোকা আর
ফাঁকা কলসিকে দি কদর।।
মুখে বলি এক কথা
মনে বলি আর এক।
দুদিকেই তাল মেলায়,
পাল্লা ভারী যেথায়।।
সবার দিকে আঙ্গুল তুলি
নিজেকে করি আড়াল।
চিনতে পারছেন না আমি কে?
দাঁড়ান আয়নার সামনে একটিবার দাঁড়ান।।
হাজার মানুষের ভিড়ে
কেউ কেউ বিপরীত ও হয়।
দেখুন তো দাদাভাই, ও দিদিভাই
আপনিকি তার মধ্যে একজন?
ডঃ চিরঞ্জীব নাদ
শিলিগুড়ি, ভারত
-
ছড়া ও কবিতা
-
03-05-2023
-
-