বৈশাখ বরণ - কাবেরী সিংহ রায়
আজি মোরা দিয়ে গেনু কিশলয় আর ফুলের বাহার বনে বনে,
যাবার সময় বসন্ত বলে গেল প্রকৃতির কানে কানে।
নববর্ষ, তুমি এসে গেছ প্রতিবছরের মত
দূরীভূত কর, বিগত বছরের আবর্জনা যত।
এসো হে বৈশাখ, এসো মোদের ঘরে ঘরে,
আনো গো তুমি ,নতুন আশা নতুন করে।
নতুন সাজে, নতুন আশে , ভরাও প্রাণে,
মোরা বরিব বৈশাখ তোমায় নাচে গানে।
দক্ষিণেশ্বর বরিল তোমায় শুভ হালখাতা মহরৎ দিয়ে,
বাংলাদেশ পুজিলো তোমায় ভগবতী পূজা নিয়ে।
হুগলি জেলার কোন্নগর বরিল বাসি চড়ক পূজা ও মহা মেলা করে,
বাঁকুড়ার বিষ্ণুপুরে পঞ্চ রাত্রি ব্যাপি, (রাধাশ্যাম জীউর মন্দিরে) নিতাই গৌর কে বরে।
উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা ১৫ দিনব্যাপী গোষ্ঠ বিহারী মেলায় বরিল,
দক্ষিণ ২৪ পরগনার মন্দির বাজার শিব মন্দিরে গোষ্ঠ বিহারী উৎসব ও মেলা চলিল।
অসম বরিল তোমায় রঙালি বিহু উৎসবে,
বঙ্গের মালদহে বাসুলি দেবীর বার্ষিক উৎসব হবে।
বালুরঘাট নববর্ষকে বরিল ১৪ হাত কালী মূর্তি পূজা করে,
পুরুলিয়ায় করল সবে হরিবাসর ও নববর্ষ উৎসব ঘরে ঘরে।
কলকাতা যাদবপুরে পূজা ও সংকীর্তন হল ,শ্রী সত্যানন্দ অঙ্গনে,
ব্যাপিয়া চলিল পূজা- পাঠ, নাচ -গান, ভুরিভোজ প্রাঙ্গণে প্রাঙ্গনে।
এরই মাঝে এসে যাবে রবীন্দ্র জন্মজয়ন্তী,
সবে মিলে করবো মোরা ,বিশ্ব কবির উপাস্তি।
রবীন্দ্র নাচে- গানে ভরে যাবে বিশ্বের দুয়ার,
নোবেল খ্যাত ,বিশ্বকবির আখ্যা ঝুলিতে যাঁর।
তাই বলি, বৈশাখ তুমি আনো আনন্দ ঘরে ঘরে,
প্রতিবছর সবে মোরা, বরণ করিব তোমায় প্রফুল্ল চিত্ত সহকারে।
কাবেরী সিংহ রায়
পশ্চিমবঙ্গ, ভারত
-
ছড়া ও কবিতা
-
04-05-2023
-
-