অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
ঢেউয়ের বুকে স্বপ্ন হাতড়ায় - মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী

বিতার মতো সম্মোহনী বিকেল
চুলখোলা কিশোরীর ঠোঁটে নামে 
খরস্রোতা সুরমার রূপেরছটা 

সাতরঙা গোধূলি খেলে জলকেলি খেইড়
বর্ণিল আঁচল পেতে ধরে অপরূপা হাওড়
ঢেউয়ের বুকজুড়ে স্বপ্ন হাতড়ায়...

তাপোষ্ণ বাতাসে বাজে সুরের সিম্ফনি 
মেঘআকাশে ফেরারি শব্দচূর্ণে
জলজ ঘাসে বৌছি খেলে উজাই মাছ 
কণ্ঠে তোলে ডাঙায় ফেরার গান

প্রতীক্ষার পাখি রোদবৃষ্টি গোছল সেরে
     ডানায় মাখে আহ্লাদী ঘুম
তরল-তন্দ্রা নিয়ে চোখে—
হাওড় বিলাসী বক ফেরে হিজলের ডালে

বৃক্ষমাটির ঘ্রাণ ছুঁয়ে পাতাবাহারে নামে
চোখভরতি 'জলজোছনা'...

মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী
সুনামগঞ্জ, বাংলাদেশ