অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
তোমার জন্যই - সঞ্জয় কুমার দাস

কেমন আছো আমার মনের মাধুরী?
এখনও কি ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকো?
শিহরনের আলোতে এখনও কি-
লাল হয়ে যায় তোমার টোল পড়া কপোল?
বলেছিলাম, "সন্ধ্যেবেলা, এলোচুলে থাকতে নেই।"
গোঁসা করেছিলে, হয়েছিলে সোহাগী সুন্দরী!

কেমন আছো আমার ফুলরেণু?
এখনও কি ফুল তোলার সময়ে আমাকে ভাবো?
বেখেয়ালী আনমনে এখনও কি-
পথ হারাও নিজেরই সাজানো বাগানে? 
বলেছিলাম, "সবসময়ে অমন উদাসী হ'তে নেই!"
কপট রাগে কেড়েছিলে আমার সাধের বেণু!

কেমন আছো আমার কথাকলি?
এখনও কি আপন মনেই ক্যানভাস রাঙাও?
অনুভবে দেখা সেই প্রিয়জন কি-
এখনও আসে তোমার শাপলা তুলির ডগায়?
বলেছিলাম, "এক তুলিতে এত ছবি, তুমিই পারো!"
খিল খিল ক'রে হেসে উঠেছিলে কৃষ্ণকলি!

কেমন আছো আমার একান্ত পাঙ্খুরী?
এখনও কি বেলাশেষে তেমনই ঝরে পড়ো?
মাটির পরশে কি এখনও জীবন্ত হয়-
ঝরাপাপড়ির কান্না ভেজা জীবাশ্মের মেঘদূত?
বলেছিলাম, "তোমার অশ্রু-মুক্তো নষ্ট ক'রো না।"
সমস্ত কান্না ফিরিয়েছিলে হৃদয়ে সঞ্চারী!

কেমন আছো আমার 'বৃষ্টি ভেজা মন'?
এখনও কি চোরা ফল্গুস্রোতে তেমনই ভেজো?
আমার পরশের অনুভবে এখনও কি-
বুজে আসে চোখ, হারিয়ে যাও আপনার মাঝে?
বলেছিলাম, "এই বুকের গভীরেই থেকো চিরকাল।"
সলাজ শৃঙ্গারে আঁখিজল ঝরেছিল এক মণ!

কেমন আছো আমার বৃষ্টিকণা?
এখনও কি ঝিরি ঝিরি ঝরো শূন্য সেই নদীচরে?
ভিজে স্খলিত আঁচল এখনও কি-
লুটায় বালির 'পরে তোমার চলার ঠিক পশ্চাতে?
বলেছিলাম, "আঁচে মাটি নয় অঙ্গ ঢাকতে হয়।"
নিমেষে বাহুবন্দি করেছিলে নিবিড়ে সে অল্প না।

কেমন আছো আমার রাতপরী?
এখনও কি একাকী শয্যায় উপাধান ভিজে যায়?
দিনের শেষে ক্লান্তিতে এখনও কি-
চাও বিলি কাটার সেই পুরুষালি হাতের আঙুল?
বলেছিলাম, "এত আদুরে অভ্যাস ভালো নয়।"
অধরে অধর চেপে বলেছিলে, "মাধুকরী!"

কেমন আছো আমার অর্চিতা?
এখনও কি দোলাচালে চলে যায় ফাল্গুনী পূর্ণিমা?
অভিসারের টানে এখনও কি-
ভরসার সেই সুর শোনে তোমার ব্যাকুল শ্রবণ?
বলেছিলাম, "কাছে এসো, যদি ভালোবাসো!"
সব বাধা ফেলে একদিন তো এসেছিলে সমর্পিতা!

কেমন আছো আমার মণিমালা?
এখনও কি তেমনই অপেক্ষায় থাকো বাতায়নে?
গোধূলির আলোয় এখনও কি-
কেউ আসে রাঙামাটির পথ ধরে নগ্ন পায়ে?
বলেছিলাম, "অপেক্ষার হোক শীঘ্র অবসান।"
দুরু দুরু বুকে তাকিয়ে ছিলে, খেলেছিল' চন্দ্রকলা!

কেমন আছো আমার প্রেয়সী মহুল?
এখনও কি অভিমান কমেনি বা ক্ষয়নি এতটুকু?
একবারও কি মনে হয় না এখনও-
ছুটে গিয়ে ধরা দিই তৃষিত উপবাসী সেই বাহুতে?
বলেছিলাম, "বেশ তো, আর কাছে ডাকবো না।"
সহজেই মেনে নিলে, বিঁধে রইল' বিষের হুল!

সঞ্জয় কুমার দাস
কলকাতা, পশ্চিমবঙ্গ