চুপ কথায় রবীন্দ্রনাথ - শীতল চট্টোপাধ্যায়
তোমায় ভাবতে -ভাবনা ছেঁড়ে
হে প্রণম্য - সখা 'রবি'
ভাবনা তুলির রঙ অকুলান
কারণ -চাওনা হতে ছবি৷
মরণ জয়ের সত্যে তুমি
গীতাঞ্জলির কথা কওয়ায়,
নাম করে যাই রবি - রবি
মালা জপি - জপার মালায়৷
চুপ কথাতেই ভাবনা জুড়ে
জোড়াসাঁকোয় তোমায় ফেরাই,
ছোটবেলায় যেমন ছিলে
তেমনি আছো, ঠিক আজও তাই৷
নিজেও আমি ছোট হয়ে
ঠাকুর বাড়ির পাশে দাঁড়াই,
না চলাতেও এসে কাছে
দেবে বুকে জড়িয়ে ঠাঁই৷
সত্যি এলে, ডাকলে নামে
টানলে বুকে আলিঙ্গণে,
তোমায় ছুঁয়ে আমি তখন
রবি স্রোতের শিহরণে৷
এমন সত্যি হয় কী সত্যি!
জানতে আমি হাঁটছি আজও,
হাঁটতে - হাঁটতে বোশেখ পঁচিশ
বাড়ির ফোটোয় 'রবি' সাজো৷
ফটোর কাচও চেনে তোমায়
আগলে রাখে ছবির প্রাণও,
আজ পঁচিশের কথায় -কথায়
চুপ রবিতেও জীবন ঘ্রাণও৷
পাড়ার যত ছেলে - মেয়ে
এলো 'রবি' ঠাকুর নিতে,
মঞ্চে তুলে দেয় বসিয়ে
রবি আসন চেয়ারটিতে৷
জন্মদিনের রবি প্রণাম
করতে সবাই নাচে ও গায় ,
ওদের দিকে রবীন্দ্রনাথ
চুপ চোখেতেই চোখ মেলে চায়!!
শীতল চট্টোপাধ্যায়
জগদ্দল, উত্তর ২৪ পরগণা
পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ
-
ছড়া ও কবিতা
-
09-05-2023
-
-