শব্দ - তন্ময় পালধী
রক্ত ঝরাতে পারবে প্রতিটা শব্দে?
মানুষের কথা ফুটবে প্রতিটা ছত্রে?
অক্ষরে যদি তাজা খুন নেচে ওঠে,
তোমার আবেগে বন্ধ্যা হৃদয় জাগবে।
তোমার ছন্দে নদী জুড়ে কলকল,
তোমার কথায় বায়ু হাসে খলখল
তোমার শব্দে মুক্ত আকাশ তলে
মিলছে মানুষ নষ্ট-বিভেদ! ভুলে।
তোমার শব্দ উদারতা সুর ভরা,
ঠুলি পড়া চোখে যায় না তাকে তো ধরা
তোমার শব্দ হৃদয়ে বাজায় বীন
শব্দ তোমার আনবে নতুন দিন।
তোমার ভাষায় হৃদয় বাঁধন-হারা
মিলনানন্দে মানুষ পাগলপারা
হৃদয় অলিন্দে মিষ্টি ইমন সুর
করে দেয় যত মনের ক্লান্তি দূর।
তোমার শব্দ প্রেরণা জাগায় মনে
রুদ্ধ আবেগে প্লাবনের ঢেউ আনে
তোমার শব্দে শাসকের বুক কাঁপে
কাগজগুলোও মিথ্যা ফানুস ছাপে।
তাই
তোমাকে নিয়েই শাসকের মাথাব্যথা
প্রচারে তাদের গোয়েবলসীয় গাথা
'গণতন্ত্র' ও এমনই লজ্জা হায়!
শব্দ তোমার 'নিষিদ্ধ' তকমা পায়।
তন্ময় পালধী
শংকরপুর, হুগলী
-
ছড়া ও কবিতা
-
09-05-2023
-
-