অতি প্রত্যাশি কাঁচের মন - মোঃ আইনাল হক
অতঃপর ক্ষমতার নিচে চাপা পড়ে মানবিক মূল্যবোধ
দিশাহীন নাগরিকের উদভ্রান্ত দিনাতিপাত,
নিত্য সংগ্রাম ও শত্রুর সাথে অলিখিত সন্ধি,
মূল্যবোধের সরল রাস্তায়
থরে থরে সাজানো জমাটবাধা রকমারি ভয়।
প্রভাব হারানোর ভয়,
সম্মান হারানোর ভয়,
সম্পদ হারানোর ভয়,
এবং সর্বোপরি শখের সিংহাসন হারানোর তীব্র ভয়।
সংশয় ও অসুস্থ প্রতিযোগিতার দুরন্ত মহড়া রাজ্যময়
প্রথম হবার প্রতিযোগিতা,
ছাড়িয়ে যাবার প্রতিযোগিতা,
বিত্তশালী হবার প্রতিযোগিতা,
প্রতিপত্তি বাড়ানোর প্রতিযোগিতা;
অসুস্থ প্রতিযোগিতার মহা সমারোহ অহরহ।
এখন নান্দনিক কৌশলে ছদ্মবেশে আপনাকে
উপস্থাপনের সদরদপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেক আইডি,
ফেক প্রোফাইল,
ফেক পিকচার,
ফেক আলাপন।
এরূপ হাজারো বিতর্কিত বিষয় নির্ভর
আমাদের নাগরিক জীবন ও অতি প্রত্যাশি কাঁচের মন।
মোঃ আইনাল হক
রাজশাহী, বাংলাদেশ
-
ছড়া ও কবিতা
-
16-05-2023
-
-