সব ঠিক আছে - জাকি ফারুকী
জমিনের অবস্থান মাপযোগ,
উত্তর দক্ষিন পূর্ব পশ্চিম,
শুধু ইটের দেয়ালের বিষন্ন আড়াল,
মানুষ প্রাচীর তুলে অবরোধ করে
নিজের আত্মাকে।
তোমাকে এমন এক
প্রাচীরের পাশে দাঁড়ানো দেখলাম কবি, সাদিক ইসলাম।
সব জমি কিনে নিতে চাইছো,
সাথে আমারটাও। আমি সময় চাইলাম তোমার কাছে, পালানোর অযুহাতে।
তোমার মনে আছে সেদিন একবেলা দেখা হলো শুধু,
মানুষেরা হল্লাকরে কথা বলছিলো,
তোমার পান চিবানো গালে,
অযত্নে বেড়ে ওঠা মোচদাড়ি ভালোই লাগছিলো,
তোমার প্রগলভ কথা বার্তা,
উচ্চারনের অসংলগ্নতা,
সময়ের সতর্ক অস্থিরতা নিয়ে একসময় চলে গেলে।
আমাদের আসলে দু মগ গরম চা নিয়ে, নিউজার্সির আটলান্টিক মহাসাগরের পাড়ে একটা ক্যাফেতে বসে,
বিলক্ষন সময় কাটানো দরকার,।
রাখো তোমার বাজার সংসার বউ বাচ্চার ঝামেলার প্রাচীন সব গল্পগুলো,
ওসব পৌরানিক কাহিনী সব ফেলে দিয়ে, জীবনটাকে একটা বাঁশের ডালির মধ্যে আলু ধোবার মতো করে জলে ডুবিয়ে ধুয়ে নাও,
একটু ধুলো যেনো না থাকে আলুর শরীরে,
হায়রে জীবন গল্প তো শেষ হতে চায়না।
আবার পান খাও,
ঠিক তোমার মায়ের মতো করে,
কি দীর্ঘ চুল আর গল্পের মতো একটা মা”
সেই দিন গুলো হারিয়ে গেছে,
শুধু একবাটা পান আর চিবানোর অদ্ভূত অলংকার রেখে গেছে,
ঐতিহ্যের পাতায়।
তোমাকে সব জমি দিয়ে দেবো দেবোই।
জাকি ফারুকী
টিনটনফলস, নিউজার্সি।
-
ছড়া ও কবিতা
-
17-05-2023
-
-