হাত বাড়ালেই - জীবন সরখেল
দু-একজনও কিন্তু কম কথা নয়
সবাই কী সবার কথা ভাবতে পারে?
বিন্দু বিন্দু করেই তো হয় সিন্ধু।
নিশ্চুপ থাকা ঐ মানুষটার পাশে
অন্তত দুদণ্ড বসো।
দেখো তাঁর হৃদয়ে জমা কত বেদনা ও ক্ষত!
সব শোক, তাপ,মান অভিমান
দূর করা যায় না তা;জানি।
তবু একটু প্রলেপ তো দেওয়াই যায়।
একা হতে হতে --
পৃথিবীটা যেন নিঃস্ব না হয়ে যায়।
সব ভার বহনের কথা বলছি না
তবে রাস্তা পারাপারের সময়
অশক্ত ঐ বৃদ্ধার হাতটি কিন্তু ধরো;
হাতের যে মর্যাদা তা মুহূর্তে
বহুগুণ বেড়ে যাবে।
ঠিকানা হারানো সরল যে মহিলাটি
দিকভ্রান্তের মতো ঘুরে মরছে
তখন পাশে থেকে তার
একটু সাহস দিও।
অভুক্ত কোনো মানুষের পাশে
যদি থাকতে পারো;
তৃপ্তির সেই যে স্বাদ
তোমাকে আপনা থেকেই ছোটাবে তারপর!
হাত বাড়িয়ে সহজেই
কাজের বন্ধু হয়েই তো দেখো।
পূর্ণতার স্বাদ থাকবে দাঁড়িয়ে
কেবল তোমার অপেক্ষায়।
জীবন সরখেল
বাড়াভগলদিঘী
বাঁকুড়া, ভারত
-
ছড়া ও কবিতা
-
06-06-2023
-
-