অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
সুস্থ থেকো ধরণী - শ্রী রাজীব দত্ত

সুস্থ থাকুক তোমার আমার এই পৃথিবী
ভালো থাকুক আমাদের প্রকৃতি,
অঝোর ধারায় ঝরে পড়ুক সুখের বর্ষণ,
বন্ধ হোক, বন্ধ হোক সব ধরনের দূষণ।

সুস্থভাবে বাঁচব মোরা,
সুস্থ থাকবে আগামী,
এসো সুস্থ থাকি সবাই মিলে,
রাম-রহিম কিংবা আমি, তুমি।

চারিদিকে এত দূষণে ভরা
নিঃশ্বাসেও রয়েছে বিশ,
জল হোক কিংবা বায়ু সবেতেই দূষণ,
কোথায় এখন সুস্থতার হদিস?

এসো সবে মিলে গড়ে তুলি এক সুন্দর পৃথিবী,
বৃক্ষরোপণ হোক বিশ্ব পরিবেশ দিবস উদযাপন,
আমরাই পারি ধরণীকে নতুনভাবে সুস্থ করতে,
সকলে মিলে সৃষ্টি করি, নব জীবনের সাতকাহন।

শ্রী রাজীব দত্ত
কলকাতা, পশ্চিমবঙ্গ