অটোয়া, রবিবার ২২ ডিসেম্বর, ২০২৪
পারফিউম - সৌমেন দাস

... বোষ্টম
ডুগ.. ডুগ... ডুগ... ডুগ.. ডুগ... ডুগ... 
বন্ধুজন, মন্দজন, গুণীজন ও খুনিজন আসুন, আসুন আর দেখুন.. 
সবার জন্য এনেছি দাদা হরেক রকম পারফিউম! 
দেখাশোনা ফ্রি দাদা, পছন্দ হলে নেবেন,
নাহলে গালি দিয়ে বাড়ি ফিরে যাবেন। 
দাম? আরে দাদা দাম নিয়ে চিন্তা করবেন না, 
মনুষ্যত্বের দাম নেই, আপনি ভয় খাচ্ছেন পারফিউমের দাম নিয়ে! 
ওটা নাহয় একাউন্টে সরকার দেবে দিয়ে। 
তবে হক কথা বলছি দাদা,
এর আগে এমন প্রোডাক্ট বেচেনি কেউ এখনও! 
একবার লাগালেই পাড়ার মেচে থেকে দিল্লির গদি আপনার হাতেই! 

আসেন দেখাই তাহলে ভ্যারাইটিজ.. 

দাদা এগিয়ে আসুন, স্প্রে করুন,
দেখুন কেমন চোখের জল, আর্তনাদ আর-
বিষাদের গন্ধের সুবাস আসছে না? 
ঠিক ধরছেন, এটি ওই মেয়েটির রক্তের নির্যাসের! 
যে' কিছুদিন আগে নাইট শিফট ক'রে ফিরছিল, 
আর এক ডজন কাপুরুষ ছিঁড়ে খেয়েছিল। 
আর আপনি একটি মোমবাতি জ্বালিয়ে বলেছিলেন, "এমন ধিঙ্গি মেয়ে রাতে কেন বের হয়? 
নিশ্চয় কিছু কটু মতলব ছিল!"
মেয়েটি বাঁচতে পারেনি লজ্জায়!
তবে ওর যোনির রক্ত ছুঁড়ে দিয়ে গেছে সভ্য সমাজের মুখে! 
যাত সেই রক্তের পারফিউম ঐসব শয়তান হায়নারা শুঁকে!! 

দাদা! দিদি! এটা দেখুন, একদম ফ্রেশ! তরতাজা! 
সেদিন যেই শিশুটিকে পুড়িয়ে মারা হলো, তাঁর ভস্মের!
কী সুন্দর পোড়াটে গন্ধ না?
নরম কচি চামড়া ছিল তো, তাই একটা মিষ্টি ফ্লেভার আসছে! 
চিন্তা নেই, আমার আপনার শিশু তো সেফ আছে, 
পাশ ফিরে শুয়ে পড়ুন! 
লজ্জা পাচ্ছেন? অবাক তো! আরে কী আছে,
এটা স্প্রে করেই না হয় একটু ভাষণ দেবেন! আর কিছুটা মেকি অশ্রু। 
"ঝুপড়িতে তো ওমন মরে শিশুরা!"
না হলে আমার আপনার কী করে চলবে পসরা? 

ও দাদা! ও দিদি! এখানে কেউ এমন আছেন নাকি?
যাঁরা ঘুঁষ দিয়ে বা লিংক দিয়ে চাকরি করছেন? 
তাঁদের জন্য একদম স্পেশাল পারফিউম! 
এই তো! এই তো! একজন হাত তুলেছেন!
এগিয়ে আসুন একটু ছিটিয়ে দিই...
কি? গন্ধটা ভালো না? বেশ শিক্ষিত শিক্ষিত স্মেল! 
এটাতে লাগালে আপনাকে শিক্ষিত মনে হবে,
তাতে আপনি হন না ম্যাট্রিক ফেল। 
একটি আত্মঘাতী বেকার ছেলের সমস্ত শোক,
অনুতাপ, ব্যর্থতা, ঘৃণা ও শরীরের উপাঙ্গ মেশানো হয়েছে এটিতে! 
বিশেষ কিছু না, সবেতেই প্রথম সারিতেই থাকতো সে, 
সাথে গুষ্টি দরুণ বি এড, ডিএড, এমফিল এসব...
শেষে যখন আর কিছু হলো না, 
দেহটি বিধবা মাকে দিয়ে গেলো!
পারফিউম বানাবার জন্য! 
মৃত্যুর পর নাহয় কিছুটা কাজে আসুক!! 

এই বোতলটি দেখছেন এটি মোটামুটি সকলের জন্য! 
এটিতে বিভিন্ন ধরনের সরীসৃপ,
পরজীবী, পরভোজী প্রাণীর উপাদান আছে।
যেটি আপনার মেরুদণ্ডকে ঝুঁকিয়ে রাখতে সাহায্য করবে।
একবার স্প্রে করলেই আপনি সুন্দর ভাবে,
অলস, ল্যাদখোর ও কর্মবিমুখ হয়ে পড়বেন,
বসে বসে অনুদান নিতে শিখে যাবেন!
টেনশন কি মশায়? খেটে তো খেতে হচ্ছে না! 
আর হ্যাঁ, পরে নাহয় একটু একাউন্ট্যান্টসি শিখে-
চেঁচিয়ে দেবেন, "জিনিসপত্রর দাম আগুন কেন?"

পছন্দ হলো না! চলুন তাহলে এটা নিন। 
বিভিন্ন ধর্মভণ্ডদের বিষ্ঠা আর কিছু ধর্মের বিকৃত পৃষ্ঠা দিয়ে তৈরি! 
এটা একবার লাগাবেন, মনুষ্যত্ব চিরতরে ভুলে যাবেন! 
ধর্মের নামে খুবলে নেবেন একে অপরের মাংসপিণ্ড! 
উদরপূর্তি করে চলতে থাকবে সাম্প্রদায়িকতার বনভোজ! 
যা হারালো, সমাজের যাবে, কে কার নেয় খোঁজ! 
তারপর ঐ এঁটোপাতারও করে দেবেন সওদা! 

কে? কে? কে জিজ্ঞেস করলেন যেন? 
সততার পারফিউম? আদর্শের পারফিউম? 
মাফ করবেন দাদা! আপনি তো বেশ ব্যাকডেটেড!
ওসব এখন চলছে নাকি? সব এক্সপাইরি ডেট!
আর আমি বাপু ওসব এক্সপাইরি মাল বেচি না! 
তাহলে আবার প্রশাসন আছে, ভরে দেবে জেলে! 
তবে আরও অনেক ভ্যারাইটিস আছে চাইলে নিতে পারেন... 
কালো টাকার টাটকা সুবাস, স্বার্থপরের মোটা খোলস,
গিরগিটির অস্থিমজ্জা, কাল সাপের খোলস, 
রাহজানি, ধোঁকা, অশ্রদ্ধা, অসম্মান সমস্ত রকম!! 
যেটা খুশি নেন... 
একটা কথা দাদা, ফ্রি নেই, ফেরি করে খাই, 
পারফিউম বেচি, বুদ্ধি বেচি নাই!!! 

ডুগ.. ডুগ... ডুগ... ডুগ.. ডুগ... ডুগ...

সৌমেন দাস
বালসী, বাঁকুড়া
পশ্চিমবঙ্গ, ভারত